শুরুতে আমার সালাম নিবেন। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি।একটু সময় করে দেখুন আপনার কাজে আসতে পারে।আজ আপনাদেরকে শিখাব কি করে Cut, Copy, Paste, Delete হাইড করে রাখতে হয়।আর কথা বাড়িয়ে আপনাদের বিরক্ত করতে চাই না।এবারে আসুন শুরু করিঃ-
- প্রথমে অসাধারন একটি সফট ডাউনলোড করে নিন।
- জিপ ফাইল থাকবে আনজিপ করেনিন।
- আনজিপ করার পড়ে এই ফাইল গুলো পাবেন। PREVENT এ ক্লিক করে ওপেন করুন।
- PREVENT ওপেন করে আপনার পছন্দ মত একটি শর্টকাট কি তৈরি করুন। হতে পারে Ctrl+K তারপরে active এ ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটার থেকে Cut, Copy, Paste, Delete Delete, Copy To, Move To, Sent To, Renaming, এবং Task manager এর End Process বাটন গুলো হাইড হয়ে যাবে।
- সব কিছু নরমাল করতে চাইলে শর্টকাট কি (উপরে বানিয়েছি আমরা (Ctrl+K) টি চাপুন তাহলে সব আবার কাজ করবে।
- সম্পূর্ণ ভাবে এই পদ্দতি বাতিল করতে চাইলে সফট টি আনইন্সটল করে দিন।
আমার পোষ্ট টি ঘুরে দেখার জন্য ধন্যবাদ, ভাল লাগেলে কমেন্ট করুন। মানুষ মাত্রই ভুল হতে পারে,ভুল ত্রুটি,হাসি,কান্না,দু:খ,সুখ,এসব নিয়েই মানুষের জীবন। ভুলে ভড়া জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,ভুল ত্রুটি ক্ষমার দৃর্ষ্টিতে দেখবেন। আবার আসবেন।আমার জন্য দুয়া করবেন যেন আপনাদের সাহায্যে আছতে পারি।
- কি কেমন লাগল টিপস টা ???
- এই রকম আরও অসংখ্য টিপস পেতে চোক রাখুন আমাদের এই সাইটে।
- আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
- ফেসবুকে আমাদের ফ্যান পেইজ লাইক করুন পিসি হেল্প সেন্টার
ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।
কষ্ট করে পষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।