Avro দিয়ে Mozila firefox এ বাংলা লিখতে আসুবিদা হলে যা করবেন
MD Aslam parvez | ১,৭৪৭ বার পঠিত | অক্টোবর ১৪, ২০১২ | টিপস্ এন্ড ট্রিকস্,মোজিলা | ১ | ১১:১৯ AM |
এই কাজ টি করার জন্য আপনার পিসি তে Avro সফটওয়্যার টি ইন্সটল থাকতে হবে, আর Avro না থাকলে
এই খান থেকে ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন ব্যাস এবার নীচের টিপস গুলি আনুসরন করুন।
প্রথমে MozilaFirefox ওপেন করুন তারপর>> Tools>Option> Content> Default font এ গিয়ে Siyam Rupali Select করুন এবং Size এ গিয়ে Size> 14 করুন।
*এরপর Advanced এ গিয়ে
১) Font for> Bangali
২) Proportional- srif Select করুন ।
৩) Seirf-Siyam Rupali Select করুন ।
৪) Sans-serif-এ Siyam Rupali Select করুন ।
৫) Monospace- Siyam Rupali Select করুন ।
৬) Size >14-16 করুন
৭) Minimum Size- Non করুন ।

এই কাজ গুলি টিক করে করুন আর ঝক ঝকে বাংলা দেখুন আপনার mozilafirefox এ ।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
হুম দরকার টিপস্