সবাই আমার সালাম নিবেন, আসাকরছি সবাই খুব ভাল আছেন। আমার টাইটেল দেখেই বুজতে পারছেন যে আমি আজ আপনাদের  একটি মোবাইল সফটওয়্যার গিফট করব। হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের যে সফটওয়্যার টি গিফট করাবো তার নাম হল Autohello, এই সফটওয়্যার টির দ্বারা আপনি আপনার মোবাইল এর সবুজ বটন না টিপেই কানে ধরলেই ফোন রিসিভ হবে।এর জন্য আপনি সফটওয়্যার টি এখান থেকে ডাউনলোড করে নিন, তারপর ইন্সটল করুন এবার অপশন এ গিয়ে   Enable AutoStart করুন এবার Hide করুন exit করবেন না ব্যাস এবার কল এলে কানে ধরুন দেখবেন Auto রিসিভ হবে, পুনরাই অফ করতে Disable করে নিন ব্যাস হয়ে গেল। আর হ্যাঁ সফটওয়্যার টি আমি Nokia c6-00 , n70 , 5230 এ ট্রয় করে ছি, আপনারাও করে দেখতে পারেন।

 

* সফটওয়্যার টি সম্পর্কে আমি প্রথম tunerpage.com এ দেখি, পোস্ট টি করে ছিলেন দীপ্ত দাস , আমার ভাল লাগল তাই pchelpcenterbd তে পোস্ট টি করলাম, আপনাদের যদি ভাল লাগে তাহলে মন্তব্য করতে ভুলবেন না কিন্তু , আর সফটওয়্যার টি নিয়ে কোন অসুবিধা হলে জানাবেন । আর এই ব্লগ এ এর আগে যদি কেউ এই সফটওয়্যার টি পোস্ট করে থাকেন তাহলে আমাকে ক্ষমার চোখে দেখবেন।