শুরুতে আমার সালাম নিবেন। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি।একটু সময় করে দেখুন আপনার কাজে আসতে পারে। আর কথা বাড়িয়ে আপনাদের বিরক্ত করতে চাই না।আজ আপনাদেরকে শিখাব কি করে আপনার ফেসবুক একাউন্টে থাকা বন্ধুদের গোপন ই মেইল অ্যাড্রেস খুজে বের করতে পারবেন।অনেকেই আছে যারা নিজেদের ই-মেইল আইডি লুকিয়ে রাখে ফেসবুকে কিন্তু তাদের ই-মেইল অ্যাড্রেস গুলো ও বের করতে পারবেন খুব সহজে। চলেন শুরু করি?
বিঃদ্রঃ ফেসবুকের ই-মেইল আইডি ইয়াহুর হতে হবে।যদি ফেসবুকের ই-মেইল আইডি ইয়াহুর না হয় তা হলে ইয়াহুতে এড করে নিতে হবে।এখন ফেসবুকে লুকিয়ে রাখা সমস্ত ই-মেইল আইডি গুলো দেখা যাবে।
- আপনার ফেসবুকের যে ইয়াহু ই-মেইল টি এড করা আসে প্রথমে সেই ইয়াহু মেইল ওপেন করুন।
- আপনার ই-মেইল টি ওপেন হলে CONTACTS ট্যাব এ চলে যান।
- এবার Import Contacts এ ক্লিক করুন।সমস্যা হলে উপড়ের ছবি টি দেখেন।
- এখন Facebook সিলেক্ট করুন।
- এবার একটি pop up জানালা আসবে ।
- সম্পূর্ণ নির্ভয়ে লগইন করুন আপনার ফেসবুক একাউন্টের ই-মাইল আইডি,আর ফেবসুকে লগইন করা থাকলে ওকে চাপুন।
- প্রায় কিছুক্ষণ সময় লাগতে পারে সকল আইডি ইম্পরট হতে। সব কিছু হয়ে গেলে OK চাপুন তাহলে নতুন একটি পেজে চলে যাবেন,সেই খানে আপনার ফেসবুকের সকল বন্ধুদের ই-মেইল আইডি থাকবে।
আমার পোষ্ট টি ঘুরে দেখার জন্য ধন্যবাদ, ভাল লাগেলে কমেন্ট করুন। মানুষ মাত্রই ভুল হতে পারে,ভুল ত্রুটি,হাসি,কান্না,দু:খ,সুখ,এসব নিয়েই মানুষের জীবন। ভুলে ভড়া জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,ভুল ত্রুটি ক্ষমার দৃর্ষ্টিতে দেখবেন। আবার আসবেন।আমার জন্য দুয়া করবেন যেন আপনাদের সাহায্যে আছতে পারি।
- কি কেমন লাগল টিপস টা ???
- এই রকম আরও অসংখ্য টিপস পেতে চোক রাখুন আমাদের এই সাইটে।
- আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
- ফেসবুকে আমাদের ফ্যান পেইজ লাইক করুন পিসি হেল্প সেন্টার
ধন্যবাদ শেয়ার করার জন্য, অনেক ভাল হয়েছে।
আপনাকেও ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্য।
বিঃদ্রঃ ভাই আমার পোষ্টে কোন প্রকার ভুল হলে সাথে সাথে আমাকে জানাবেন।
nicepost
হুম পারেভজ ভাই।
dorkari post ,thanks