hyperlink
hyperlink

পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম

 

আসসালামু আলাকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

 

আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Hyperlink লিংক যোগ করতে হয়, আমাদের ফেসবুক গ্রুপ পিসি হেল্প সেন্টার এ অনেকেই পোষ্ট করেছে কিভাবে Hyperlink লিংক যোগ করতে হয়, কিন্তু সময় নিয়ে লেখা হয় না, আজ বসে পড়লাম লিখার জন্য।

আবার নতুরা অনেকেই যানেন না Hyperlink কি? Hyperlink লিংঙ্ক হল কোন লেখার ভিতরে যে কোন লিংঙ্ক/ওয়েব ঠিকানা যোগ করা, আপনারা অনেকেই দেখেছেন অনেক ওয়েব সাইটে অনেক যায়গায়ই লেখা আছে “এখানে ক্লিক করুন” সেই লেখার উপরে ক্লিক করলে অনেক একটি ওয়েব সাইটটে বা কোন একটি ঠিকানায় নিয়ে যায়, তাহলে এই লেখা আছে “এখানে ক্লিক করুন” সেই লেখার ভিতরে কি ভাবে লিংঙ্ক যোগ করবেন? যেমন আমি দিলাম ‘পিসি হেল্প সেন্টার” ।

তাহলে আসুন দেখা যাক, প্রথমে যদি আপনি এম.এস.ওয়ার্ড এ লিখে রাখেন তাহলে ওয়েব সাইটের লিংক কি ভাবে দিবেন? এ জন্য আপনি প্রথমে লেখাটি লেখুন যে কি লেখার উপরে ক্লিক করলে আপনার দেয়া লিংঙ্ক এ নিয়ে যাবে? যেমন আমি লিখলাম পিসি হেল্প সেন্টার এই রকম আগে লেখাটি লিখুন এবং শুদু পিসি হেল্প সেন্টার নামটি ব্লোগ/সিলেক্ট করুন

 

পিক্সার ০১।

Insert Hyperlink
Insert Hyperlink

 

এবং লেখাটির উপরে রাইট ক্লিক করুন তাহলেই দেখবেন Insert Hyperlink নামে একটি অপশন আছে সেটিতে ক্লিক করুন এবং নিচে একটি গর আছে adderss নামে সেখানে আপনার লিংকটি দিয়ে দিন অথবা যদি আপনার রাইট ক্লিকে অপশনটি না আসে তাহলে আপনার লেখাটি ব্লগ করে উপরে মেনু বার গুলোতে দেখুন একটি ওয়েব সাইট আকারে প্রতিক আছে সেটির উপরে আপনার মাউস দরলেই লেখা আসে insert hyperlink সেখানে ক্লিক করুন, ক্লিক করলে একটি বক্স আসবে সামনে, বুঝতে সমস্যা হলে নিচের ছবিটি দেখুন।

 

পিক্সার ০২।

 

Insert Hyperlink
Insert Hyperlink

লিংঙ্ক দেয়া হলে ওকে করুন,

 

দেখুন ওকে করার পরে আপনার সিলেক্ট করার লেখাটুকু অন্য রং এর (নিল) হয়েগেছে

পিক্সার ০৩।

Insert Hyperlink
Insert Hyperlink

 

ব্যাস কাজ হয়ে গেছে, এখন ঐ লেখা যদি আপনি কোন ওয়েব সাইটে নিয়ে পোষ্ট করেন তাহলে ঐ লেখাটির উপরে ক্লিক করলেই আপনার দেয়া লিংক এ নিয়ে যাবে।

 

এবার আসুন ওয়েব সাইটেই যদি আপনি সরাসরি লিখেন তাহলে ওয়েব সাইট থেকে এই পদ্ধতি কি ভাবে করবেন?

এ জন্য প্রথমে পোষ্ট করার অপশনে যান এবং লেখা শুরু করুন, লেখা হলে যখন যে লেখার উপরে ক্লিক করলে লিংক দিবেন সেই লেখাটি উপরের লেখারমতই ব্লোগ/সিলেক্ট করুন এবং নিচের ছবিটি দেখুন

 

পিক্সার ০৪।

Insert Hyperlink
Insert Hyperlink

 

উপরের টুলবার থেকে Insert/edit link (alt+Shift+A) তে ক্লিক করুন এবং ক্লিক করলেই নিচের ছবিটির মত একটি পেজ আসবে।

 

পিক্সার ০৫।

Insert Hyperlink
Insert Hyperlink

 

উপরের URL গরটিতে আপানার লিংকটি দিন এবং Open link in a new window/tab এ টিক দিন এবং ওকে করুন ব্যাস কাজ হয়ে গেল। এই ভাবে কাজ করতে থাকুন আর ভাল থাকুন সুস্থ থাকুন, এই কামনায় আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।

 

 

ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…

ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার

আমাদের ব্লগের পোষ্টটি আপনার ফেসবুক ওয়ালে পেতে আমাদের অফিসিয়্যাল পেজ লাইন করুন “পিসি হেল্প সেন্টার