আসসালামু আলাইকুম,
আপনারা সবাই কেমন আছেন?আল্লাহ আমাদের সবাইকে ভাল রাখুন এই কামনায় শুরু করছি আজকের পোস্ট।আমরা যারা কম্পিউটার ব্যবহার করি প্রথম দিকে তেমন কোন সমস্যা অনুভুত হয়না।পরে কয়েকদিন পর মনে হয় কেমন জানি সব অস্পষ্ট।স্ক্রিন ঘোলা মনে হয়,লেখা দেখা যায়না,মাঝে মাঝে চোখে অন্ধকার দেখা ইত্যাদি।এর মুল কারন হল কম্পিউটারে অনেক সময় ধরে বসে থাকা,কম্পিউটার এর ব্রাইটনেস হাই থাকা। যারা নতুন তাদেরকে বললে ও তারা অত সহজে কম্পিউটার ছাড়েনা।আর যাদের নেট আছে তারাতো কথাই নেই।এই সমস্যার জন্য অনেকের ডাক্তার দেখাতে হয়েছে।কেন এত ভেজাল করবেন?যদি আমাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে একটি সফটওয়্যার।একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।সফটওয়্যার এর নাম হল F.LUX। এটি অটমেটিক আপনার কম্পিউটার এর ব্রাইটনেস বাড়াবে কমাবে।এটি সময় অনুযায়ী পরিচালিত হয়। তবে অবশ্যই আপনার কম্পিউটার এর time zone+6 করে নিবেন।তা না হলে আপনি যথাযথ সেবা পাবেন না। যার প্রয়োজন হয় এখান থেকে ডাউনলোড করতে পারেন।এর সাইজ মাত্র ৫৩২ kb. এটি একটি জিপ ফাইল।ডাউনলোড করার পর আনজিপ করে ইন্সটল করুন।
উল্লেক্ষ্য যে,আমি এই পোস্ট শুধুমাত্র নতুনদের জন্য করেছি।যারা জানেন তারা বিরক্ত হওয়ার আগেই প্রস্থান করুন
Thanks shera korar jonno, akta update korun add korben ai gulo.
1.size
2.software name
3. B: d: apnar pc ar time and time zone thik thak te hobe.
Ai kotha khulo dea jorure beses kora 3no 🙂
বাসার ভাই এড করে দিয়েছি।ধন্নবাদ
আপনাকেও ধন্যবাদ 😀
Khub valo hoeche post ti. Thanks brother share korar jonno. R ami ekta kotha add kori. Apni bolechen “software ti resulation automatic barabe r komabe.”
asole software ti resulation baray komay na, monitor er light baray komay. Thanks 🙂 asha kori aro valo valo kichu share korben.
রসেল ভাই আমার ভুল হয়েছে।রাত্রে ঘুম চোখে নিয়ে লিখেছিলাম।এখন ঠিক আছে ?আর স্মরণ করানোর জন্য ধন্নবাদ
ধন্যবাদ।
nice post
ধন্যবাদ