ল্যাপটপ ব্যাটারি আয়ু বৃদ্ধির টিপস জেনে নিন
Babu | ৬১২ বার পঠিত | সেপ্টেম্বর ১৬, ২০১৯ | টিপস্ এন্ড ট্রিকস্ | No | ১২:৪৫ PM |

আমারা ল্যাপটপ ব্যাবহার করি কিন্তু ল্যাপটপের সঠিক ব্যবহার না করাই এতে অল্প সময়ে ব্যাটারি নষ্ট হয়ে যায়। তাই কিছু টিপস জানা থাকলে ল্যাপটপের ব্যাটারির দীর্ঘ দিন ভাল থাকবে। তাই আসুন জেনে নিই কিভাবে ল্যাপটপ ব্যাটারির আয়ু বৃদ্ধি করা যায়।
> ব্যাটারি চার্জ দেয়ার জন্য অবশ্যই আসল চার্জার ব্যবহার করবো।
> ল্যাপটপের বাতাস বের করার জন্য ভেন্টিলেশন এর মুখগুলো নিয়মিত পরিষ্কার করে রাখবো।

> বিনা কারণে দিনের পর দিন চার্জে লাগিয়ে রাখবো না।
> ল্যাপটপ বন্ধ করার পর সাথে সাথেই ব্যাগে ঢুকাবো না, কিছুক্ষণ অপেক্ষা করবো এতে ব্যাটারি ও ল্যাপটপ দ্রুত ঠাণ্ডা হয়ে যাবে।
> ডিস্ক ড্রাইভে বিনা কারণে সিডি ডিভিডি রাখবো না।
> ল্যাপটপ ব্যাটারি লিথিয়ান-আয়ন ব্যাটারি হলে কখনই পুরোপুরি চার্জ শূন্য করবো না।
> ব্যাটারি সেভিং মুডে ল্যাপটপ চালালে কোনো অতিরীক্ত পাওয়ার-কনজিউমিং মাল্টিটাস্ক করবো না।
> অব্যবহৃত অ্যাপস বা সফটওয়্যার ডিজএবেল বা আনইন্সটল করে দিবো।
আমরা একটু সচেতনতা আর নিয়মিত ল্যাপটপের যত্ন করলে ব্যাটারির আয়ু দীর্ঘ হবে।
তাই আপনার পুরাতন ল্যাপটপ ব্যাটারি পরিবর্তন করতে পারেন। সকল ল্যাপটপ ব্যাটারি দেখতে এইখানে ভিজিট করতে পারেন এবং সেই সাথে আপনারা লেটেস্ট ল্যাপটপ দেখতে এইখানে ভিজিট করুন।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
৬১২ বার পঠিত | সেপ্টেম্বর ১৬, ২০১৯ | ১২:৪৫ PM