একবিংশ শতাব্দির এই দিনে মেমোরি কার্ড নষ্ট হওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার। ভাইরাসে আক্রান্ত হয়ে বা অনাকাঙ্খিত কোন ঘটনার কারনে যেকোন মূহুর্তেই হারিয়ে যেতে পারে আপনার মূল্যবান ডাটা। কিন্তু সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে আপনার মূল্যবান মেমোরি কার্ডটিকে খুব সহজেই আবার আগের অবস্থানে ফিরিয়ে নিতে পারেন।
এক নজরে নষ্ট মেমোরি কার্ড ঠিক করার সহজ উপায় সমূহঃ
পুরোপুরি অচল মেমোরি কার্ড সচল করতে অনেকে ডাটা রিকভারি সিস্টেম সফটওয়্যারের আশ্রয় নিয়ে থাকেন। তবে উইন্ডোজ কমান্ড সেকশনের মাধ্যমেও সহজ সমাধান পাওয়া সম্ভব। নষ্ট মেমরি কার্ডটিকে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের সাথে সংযুক্ত করে নিতে হবে। এক্ষেত্রে কোন ইউএসবি কার্ড রিডার দিয়ে সংযুক্ত করাই উত্তম অপশন।
প্রথমত, উইন্ডোজ স্টার্ট মেন্যুতে cmd লিখতে হবে, সেখানে মাউসে রাইট ক্লিক করে run as administrator সিলেক্ট করতে হবে।
দ্বিতীয়ত, কমান্ড চালু হওয়ার পর chkdsk f : /r এন্টার করতে হবে।
তৃতীয়ত, convert lost chains to files লেখা দেখলে y চাপতে হবে।
এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে আপনার নষ্ট মেমোরি কার্ডকে পুনরুদ্ধার করা সম্ভব হবে। তবে,
চতুর্থত, যদি invalid file system লেখা দেখায়, তাহলে মাউসে রাইট ক্লিকের মাধ্যমে format বাটনে ক্লিক করা লাগবে।
পঞ্চমত, file system এর fat বেছে quick format থেকে টিক তুলে পুনরায় format -এ ক্লিক করতে হবে।
যদি সফলভাবে ফরম্যাট সম্পন্ন করা সম্ভব হয়, তাহলে আপনার অকেজো মেমোরি কার্ড আবারো নিশ্চিতভাবে ব্যবহারযোগ্য হয়ে উঠবে। দুশ্চিন্তা ছাড়াই যেকোন জরুরী প্রয়োজনে ব্যবহার করা যাবে আপনার পুরোনো মেমরি কার্ডটি। মাঝে মাঝে cmd ব্যবহার করে আপনার মেমরি কার্ডটি ফরম্যাট করে নেয়া ভালো। এতে মেমরি কার্ড সচল থাকবে অনেক দিন।