ধরুন আপনার আইডি হ্যাক হয়েছে। তারপর আপনাকে ৪৮ ঘন্টার মধ্যে রিকভার করতে হবে, একদিনের মধ্যে হলে ভালো হয়। হ্যাকার আপনার মেইল এড্রেস চেঞ্জ করে দেয়ার সম্ভাবনা বেশি। আপনি পুরাতন মেইল এড্রেস টাতে ঢুকে ফেসবুক থেকে আসা মেইল গুলো চেক করবেন। সেখানে দেখতে পাবেন ফেসবুক থেকে দুই একটা আসা মেইল, এই যে Your facebook password has been changed অথবা Someone has accessed your account. password change মেইল টা ওপেন করে সবার নিচে If you think you didn’t do this, please (let us know) তে ক্লিক করবেন। তারপর পরবর্তী স্টেপ্স ফলো করে পাসওয়ার্ড চেঞ্জ করে হ্যাকারের মেইল আ্যড্রেস টি রিমুভ করে দিবেন। মেইল আ্যড্রেস টি রিমুভ করে লগিন আ্যপ্রুভাল চালু করে দিবেন এবং ট্রাস্টেড কনট্যাক্স চেঞ্জ করে দিবেন। প্রয়োজনে মেইল আ্যড্রেস অন্য আরেকটা প্রাইমারি মেইল এড্রেস হিসেবে দিয়ে দিবেন।
আমার ব্লগ একাত্তর ঘুরে আসতে পারেন