ইন্টারনেটে গুগল একাউন্ট খুব দরকারি একটি জিনিস। আমাদের দৈনন্দিন জীবনে এর প্রয়োজনীয়তা আছে। যেমন কেউকে যদি ইমেইল করতে হয় বা চাকরির জন্য এপ্লিকেশন করতে হয় ,তাহলে আমাদের ইমেইল করতে হয়। আমরা অনেকেই জানি না কিভাবে একটি গুগল একাউন্ট খুলতে হয়। তার জন্য আমাদের কে অন্যের সাহায্য নিতে হয়। অথচ খুব সহজে গুগল একাউন্ট তৈরি করা যাই।
এখন প্রশ্ন হলো কেন আমরা গুগল একাউন্ট খুলবো ?
এর উত্তর হলো – পৃথিবীর সব থেকে ভালো সার্ভিস হলো গুগলের ,তাই আপনি একটা User Id এবং Password দিয়ে আপনি সব লগইন করতে পারবেন।
Foe example: Gmail, Facebook, Google Plus,Youtube, Blogger, Google Mep use করতে পারবেন ।
চলুন দেখি কিভাবে গুগল একাউন্ট তৈরি করা যাই :
নতুন নতুন সব টিউন পেতে আমার চ্যানেলটি অবশ্যয় সাবস্ক্রাইব করে রাখুন।
Please subscribe my channel: http://bit.ly/2ASKFw7
আজ এ পর্যন্তই … সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার টিউন টি কস্ট করে পড়ার জন্য।