আসসালামুআমাইকুম,
আপনারা সবাই কেমন আছেন?
আজ আমি আপনাদের দেখাব, হটাৎ মাউস কিংবা কী বোর্ড নষ্ট হলে তৎক্ষণাত কি করা যায়। কেন না আপনি এটা জরুরী কাজ করছে কিন্তু মাউসটি নষ্ট হয়ে গেল, তখন আবার মাউস পাওয়াটাও কঠিন হয়ে দাড়ায়, একই ভাবে কি বোর্ড এ ক্ষেত্রেও।
চলুন তাহলে তার সমাধান শুরু করি:
১) কি বোর্ড এর ক্ষেত্রে
প্রথমেই আপনি আপনার Windows 10 হলে সেটিংএ যান তার পর। Ease of Access সেখান থেকে Keyboard
যান এবং On Screen Keyboard অপশনটি চালু করে দিন
হয়ে গেল একটি কী বোর্ড। এবার Windows 7 এর জন্য। টেক্স বার থেকে Toolbar > Tablet PC input ক্লিক করুন। পাশেই একটি কী ছোট বোর্ড দেখতে পাবেন। তাতে ক্লিক করুন এভাবেই। আমি Windows 10 ব্যবহার করছি তাই Screen Short দিতে পারলাম না Windows 7 এর জন্য । এবার মাউস এর পালা এটি দয়াকরে নিচের ভিডিওটি দেখুন এতে আপনার বুঝতে সুবিধা হবে। ভিডিওতে বিস্তারিত আছে।
আশাকরি আপনারা সবাই পারবেন। আপনাদের কোন বুঝতে অসুবিধে হলে অবশ্যই আমাকে জানাবেন তার সাথে আপনার মতামত।
বিদায় নিচ্ছি ভাল থাকবেন।