আসসালামুআলাইকুম

আপনারা সাবাই কেমন আছেন ।

আজ আমি আপনাদের দেখাব আমার কি ভাবে অতি সহযে পিসিকে মুখের কথায় নিয়ন্তরণ বা পরিচালনা  করতে পারি । আসবে বিষয় টি আনেক সহয । এখানে আমি আপনাদের প্রমান সহ দিয়ে দিব ।

তাহলে চলুন শুরু করি ।

আপনাকে প্রথমেই Control Panel যেতে হবে সেখান থেকে Speech Recognition

তারপর Start Speech Recognition সিলেক্ট করবেন ।এবং এখানে কিছু নিয়ম দেয়া হবে সেগুলো ঠিক করুন যেমন : ১)মাইক্রোফোন টেস্ট এবং সিলেক্ট, ২)আপনার ভয়েস চেক ৩)ট্রেনিং ইত্যাদি

আপনি এগুলো Next করুন । এবং Skip আসলে তা করুন

এবার নিচের মত একটি ঘর আসবে, এটি অন করুন ।

এখন আপনি যা বলবেন আপনার তাই শুনবে ।

বিদ্র: অবশ্রই আপনাকে স্পস্ট করে বলতে হবে । এবং নিয়ম আনুয়াযী ।

তারপরও যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা এবং যারা প্রমান নিতে চান এই ভিডিওটি দেখুন :

ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে দয়াকরে Channel টি Subscribe করবেন ।

আপনাদের শুভ কামনায় একখানেই শেষে করছি ।

আপনদের এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে অবশ্যই বলবেণ আমি উত্তর দিব ।