আসসালামুআলাইকুম,

আপনারা কেমন আছেন, নিশ্চয় ভালো ।

(যাঁদের এমবি কেনার টাকা নাই, শুধু তাদের জন্য ।)

আমি আপনাদের এই টিউটোরিয়ালে শেখাব আমরা কি ভাবে পিসিতে Internet.org বা freebasics চালাতে পারি । সধারনত শুধু মাত্র এই সুবিধা মোবাইলে ব্যবহার করা যায় । এখন আপনি পিসিতেও ব্যবহার করতে পাবেন ।তাহলে শুরু করি ।

এর জন্য আপনি যে কোন ব্রাউজার নিতে পারেন, গুগোল ক্রোম, ইউসি, আপনার ইচ্ছা ।

আপনার ব্রাউজার থেকে Extensions যান, তারপর Get more extebsions ।

 

সেখান থেকে User agent switcher সার্চ করুন এবং Extensions টি যোগ করুন ।

যোগ করা হলে একটি চশমা পরা আইকন দেখতে পাবেন । সেখান থেকে Android>Android Kitkat সিলেক্ট করুন ।

আপনার কাজ শেষ । এবার আপনি Internet.org বা freebasics সাইটে প্রবেশ করুন আর দিব্বি ফ্রী চলান । এখান থেকে আপনি প্রায় ৫০০+ সাইট ব্যবহার কারতে পারবেন ।তাছাড়া ৬ টি পত্রিকা সহ খেলার খবর তো থাকছেই ।

বুঝতে অসুবিধা হলে এই ভিডিওটি দেখুন । একবারে ক্লিয়ার হয়ে যাবেন ।

আর মন চাইলে আামর Channel টি Subscribe করবেন । (বিভিন্ন টিউটোরিয়ালে সাজানো বিষেশ Channel)

ধন্যবাদ, এত সময় নিয়ে টিউনটি পড়ার জন্য আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে বলবেন । আমি উত্তর দিব । ভুল হলে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন ।

আসসালামুআলাইকুম ।