আসসালামুআলাইকুম ।

আশাকরি আপনারা ভাল আছেন সবাই ।

প্রথমেই বলে রাখি । এটাই আমার প্রথম টিউন, আমি চেস্টা করেছি আপনাদের মাঝে ভাল করে বিষয়টি তুলে ধরার । যেহেতু আমি নতুন, সেহেতু আমার ভুল হলে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন । এবং ভুল গুলো ধরিয়ে দেয়ার অনুরোধ করছি ।

আজ আমি আপনাদের দেখাব আমরা কিভাবে, অতি সহযে আমাদের সবার অতি প্রিয় কম্পিউটারকে মাইক হিসাবে ব্যবহার করতে পারি । তাহলে চলুন শুরু করি …..

এর জন্য প্রথমে আপনাকে Control Panel যেতে হবে তারপর ।

সেখান থেকে Sound এর ভেতর পবেশ করুন ।

Sound থেকে Recording সিলেক্ট করুন ।

Recording থেকে Microphone

এবার Microphone ক্নিক করুন ।তারপর

Listen এখানে Listen to this device টিক দিন ।

এবং OK করুন । ব্যাস আপনার কাজ শেষ ।

 

এবার যদি আপনি আপনার Microphone কথা বলেন তাহলে আপনার Sound box এ শুনতে পাবেন ।

হয়ে গেল আপনার কোন ছোটখাট অনুস্ঠানের মাইক ।

এবার আপনি যদি পূর্বের অবস্তায় ফিরে যেতে চান, একই ভাবে Listen to this device টিক তুলে দিন ।

একনজরে পুরো বিষয় দাড়াল ।

Control Panel  >Sound  Recording> Microphone > Listen to this device> Mark  >OK

এই বিষয় টি আপনি আপনর Windows 7, Windows 8, Windows 8.1, Windows 10 এ ব্যবহার করতে পারবেন ।

তারপরও আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের ভিডিওটি দেখুন । ১০০% আপনি পারবেন ।

কস্ট করে Post করি আপনার সমান্য উপকার হলে আমার Channel টি Subscribe করবেন ।

আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জনাবেন ।আমি উত্তর দিব ।

শেষ করছি । ভাল থাকবেন ।