আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালোই আছি। আমরা অনেকেই আছি যারা MB কিনে নেট চালাই আর সেই কেনা MB PC অথবা Laptop এ Net Connection দেয়ার সাথে সাথে 4G Speed এ কাটটে শুরু করে তখন কেমন লাগে সেটা সবাই জানেন। আমি আপনাদের দেখাব কিভবে Windows 7, windows 8.1 অথবা windows 10 এ খুব সহজেই কোন প্রকার Software ছাড়াই Background Data বন্ধ করতে হয়। Background Data বন্ধ করলে MB ত দুরেই থাক কোন প্রকার KB পর্যন্ত কাটটে পারবে না। এটি কিভাবে বন্ধ করবেন সেটা আমি আপনাদের প্রমান সহ দেখাব। আর হ্যা এটা কিন্তু android এর মত না এটা android থেকে সম্পূণ আলাদা
কিভাবে বন্ধ করবেন তার জন্য আপনাকে একটু কষ্ট করে নিচের ভিডিওটি দেখতে হবে
https://www.youtube.com/watch?v=lpul3OIIHmc
কিভাবে কাজটি করতে হয় আশা করি তা সবাই বুঝতে পেরেছেন সামনেতে আর নতুন কিছু নিয়ে হাজির হব তত দিন সবাই সুস্থ থাকুন ভাল থাকুন আল্লাহ্ হাফেজ।