কম্পিউটারে প্রচুর ফাইল থাকে কিন্তু সব ফাইল কই রাখছেন তা কি মনে আছে ???
আবার প্রয়োজনের সময় অনেক দরকারি ফাইল খুজে পাওয়া যায়না !!
তখন আমরা সার্চ করে ফাইল খুজে বের করি ।
Windows এ ডিফল্ট ভাবে সার্চ অপশন থাকে কিন্তু তা অনেক স্লো !!!!
একেকটা ফাইল খুজে পাইতে প্রচুর টাইম লাগে !!
এমন যদি হত সার্চ করার সাথে সাথেই ফাইল হাজির হয়ে যায় !!!!
আপনি Quick Search নামের মাত্র৩ মেগার একটি সফট দিয়ে বিদ্যূতের গতিতে ফাইল খুজে পেতে পারেন !!
Quick Search >>>।
কি বিশ্বাস হচ্ছে না ???
নিজেই একবার ট্রায় করে দেখুন ত !!
আমাদের ব্লগে লেখার জন্য ধন্যবাদ। কিন্তু উজ্জল আপনি আপনার পোষ্টে Feature Image যোগ করেন না, যেটা দেয়া জরুরী। ফিচার ইমেজ দেয়ার জন্য এই http://www.pchelpcenterbd.com/necessary-page/post-writing-instruction লিংকটি অনুসরণ করুন। পরবর্তীতে ফিচার ইমেজ দেয়ার জন্য আপনাকে অনুরোধ করা হল।