আসসালামু আলাইকুম । আল্লাহর রহমতে আমি ভাল আছি , আপনি কি ভাল আছেন ? নিশ্চয় ভাল আছেন । আজ আপনাদের কম্পিউটার সাজানো সম্পর্কে একটি টিপস দিব …
আমরা অনেকের কাছেই Windows 7 ভাল লাগেনা কিন্তু Windows 7 এর theme সবার কাছেই ভাল লাগে । এজন্য আমরা Windows 7 এর theme ব্যাবহার করি । কিন্তু 7 এর মত ওয়ালপেপার বদলাতে পারি না । তাই আজ Windows XP তে 7 এর মত ওয়ালপেপার change করার একটি সফটওয়্যার আপনাদের দিব । এই সফটওয়্যারটি Microsoft এর ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন
1 . এখানে আপনি যেই ফোল্ডারের ছবি গুলু দিতে চান সেই ফোল্ডারটা সিলেক্ট করুন ।
2. এখানে কত মিনিট পর পর change হবে টা দিন ।
ধন্যবাদ সবাইকে ।
অনেক গ্রুরুত্ব পূর্ণ পোষ্ট করলে আজ এটা, ধন্যবাদ শেয়ার করার জন্য, অনেকের কাজে লাগবে। 😀 😀 😀 😀