অনেকেই আছেন যারা মোবাইলের তুলনায় কম্পিউটারে বেশী সময় দিয়ে থাকেন। যার ফলে ওনারা চান যে সকল ধরনের মোবাইল অ্যাপ যদি কম্পিউটারে চালানো যেত তাহলে হয়ত অনেক ভালো হতো।

তাছাড়া অনেকে আছে কেবল কম্পিউটারেই ইন্টারনেট ব্যবহার করেন, মোবাইল ইন্টারনেটে অভ্যস্ত না। সেক্ষেত্রে মোবাইলের অ্যাপ গুলো কম্পিউটারে ব্যবহারের জন্যই বেশী আগ্রহী হয়ে থাকেন।
তো তেমনি একটি অ্যাপ হচ্ছে IMO.

এই অ্যাপটি মোবাইলে বেশ জনপ্রিয়, কিন্তু কম্পিউটারে এর ব্যবহার খুবই সীমিত। অবশ্য অনেকেই জানে না এর ব্যবহার তাই সংখ্যায় সীমিত। চলুন আজ জানি কীভাবে কম্পিউটারে IMO ব্যবহার করা যায়।

প্রথমে  https://www.mediafire.com/?4k6o68cy4ug48dr এ ক্লিক করে Download  অ্যাপটি ওপেন করুন। তারপর একটি QR কোড আসবে। সেটিকে এবার স্ক্যান করুন। ব্যস হয়ে গেছে। এখন থেকে কম্পিউটারেই IMO ব্যবহার করতে পারবেন। সমস্যা হলে Run As Admission দিবেন।