কেমন আছেন সবাই?

আশা করি সবাই ভাল আছেন  !  আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

আজকে একটি নতুন টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হল revenuehits। আমাদের সবার কম বেশী ব্লগ এবং ওয়েব সাইট আছে, ভিসিটরও আছে কিন্তু আয় নেই।

তাই আজ আমি আপনাদেরকে বলব revenuehits কথা। তবে সেটাতে কাজ করার আগে কিছু জানতে হবে আর সেটা হল আপনার ব্লগ এবং ওয়েব সাইট কি ধরনের। revenuehits আপনার যেকোনো সাইটে এড নিয়ে আয় করতে পারেন কিন্তু শর্ত হল আপনে যদি revenuehits দিয়ে এডসেন্সে মত আয় করতে চান তাও পারবেন সে ক্ষেত্রে আপনার সাইট যদি ডাউনলোড সাইট, ফিল্ম, সফটওয়্যার এই ধরনের সাইট থাকে আর যদি সাইটে ভিসিটর থাকে আর দেরি না করে এখন একাউন্ট করে নেন। এখানে একাউন্ট করেন.

এডসেন্স সাথে তাদের কেমন মিল:

১। আমাদেরকে ইউনিক কন্টেন্ট, ব্লগের মেয়াদ, ভিজিটর উপর নির্ভর করে 134 টা শর্ত  মেনে এডসেন্স জন্য এপ্লাই করতে হয়। যদি গুগলের দয়া হয় তাহলে আমাদের বা আমাকে এডসেন্স দেয়।

কিন্তু রিভিনিউ হিট এসব লাগে না।

২। এডসেন্স ভিজিটর, এড ক্লিক এর টাকা পে করে। রিভিনিউহিট  একই কাজের জন্য পে করে।

৩। এডসেন্স কপি পেস্ট, সেক্সুয়াল কন্টেন্ট সাপোর্ট করে না। রিভিনিউহিট সবকিছুই সাপোর্ট করে।

৪। এডসেন্স এর জন্য ব্লগস্পট 6 মাস, ওয়েব সাইটের জন্য 10 দিনের পর পর এপ্লাই করতে। রিভিনিউহিট নতুন সাইট বা যে কোন ব্লগসাইট বা ওয়েবসাইটে 30 সেকেন্ড মধ্যে এপ্রুভ করে।

৫। এডসেন্স শুধু মাত্র চেক, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে। রিভিনিউহিট চেক, পেপাল, পেওনার মাস্টার কার্ড, ব্যাংক ওয়ার সাপোর্ট করে।

৬। এডসেন্স ১০০ ডলার হলে উইথড্র করতে পারবে, রিভিনিউহিট ২০ ডলার হলে উইথড্র করতে পারবে।

৭। এডসেন্স পিন বা ঠিকানা যাচাইয়ের জন্য 45-60 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়, রিভিনিউহিট এসব কিছুই নাই।

৮। এডসেন্স আনভেলিড ক্লিকের বন্ধ করে দে, রিভিনিউহিট করে না।

৯। এডসেন্স আনভেলিড বা ফেক ভিজিটর এর জন্য টাকা পে করে না, রিভিনিউহিট পে করে।

১০। এডসেন্স ভূল খুজে আপনার একাউন্ট বন্ধ করে সারা জীবনের জন্য, রিভিনিউহিট করে না।

১১। এডসেন্স রিভিনিউ শেয়ার 68%, রিভিনিউহিট রিভিনিউ শেয়ার 75%।

১২। এডসেন্স পাশাপাশি অন্য কোম্পানী এডস ব্যবহার নিষিদ্ধ, রিভিনিউহিট ব্যবহার করার অনুমতি আছে।

১৩। এডসেন্স পেমেন্ট করে 23-30 তারিখে মধ্যে, রিভিনিউহিট যে কোন সময় পেমেন্ট করে যদি ২০ ডলার থাকে।

১৪। এডসেন্স এড সাইজ অনুযায়ী রিভিনিউহিট এডস সাইজ আছে।

তবে একটা কথা বলে রাখি রিভিনিউহিটস কিন্তু রিভিনিউ দেখায় 2 দিন পরে। প্রথম দিনই আপনার মনে হতে পারে যে এটি ফেইক। কারন আপনি যখন ড্যাসবোর্ডে ঢুকবেন তখন আপাকে রিভিনিউহিটস দেখাবে আপনার সাইটে কতগুলা ইম্প্রেশন হয়েছে, কতটা ক্লিক হয়েছে এবং কত রিভিনিউ হয়েছে। সেখানে দেখবেন ইম্পেশন এবং ক্লিক হয়েছে অনেক, কিন্তু রিভিনিউ এ কোন টাকা দেখাচ্ছেনা। এটা দেখে চিন্তার কিছু নাই। পরের দিন ঠিকই আপনার টাকা দেখাবে।

পেমেন্ট প্রুফ-

1 এডসেন্সে নেই তো কি হয়েছে এখন revenuehits থেকে টাকা আয় করবো

কিভাবে জয়েন বা একাউন্ট করবেন।

প্রথমে রিভিনিউহিট ক্লিক করে বা  এখানে ক্লিক করুন। নিচে এই রকম ছবি আসবে, এবং  Join Now বাটনে ক্লিক করুন।

2 এডসেন্সে নেই তো কি হয়েছে এখন revenuehits থেকে টাকা আয় করবো

ক্লিক করার পর একটা ফরম আসবে, আপনার নিজের তথ্যগুলো দেন যেমন আপনার নাম, সাইটের নাম, সাইটের ঠিকানা, সাইটের ধরণ, সাইটের বিষয় কি? এরপর  NEXT Step বাটন ক্লিক করুন।

3 এডসেন্সে নেই তো কি হয়েছে এখন revenuehits থেকে টাকা আয় করবো

এরপর আপনার পছন্দমতো ইউজার নেম, শক্তিশালী পার্সওয়ার্ড, ইমেইল টিকানা, অংক পূরণ, মোবাইল নাম্বার দিয়ে Accept ক্লিক করে Submit ক্লিক করুন।

4 এডসেন্সে নেই তো কি হয়েছে এখন revenuehits থেকে টাকা আয় করবো

এরপর আপনাকে বলবে ইমেইলে গিয়ে ভেরিফিকেশন করার জন্য।

5 এডসেন্সে নেই তো কি হয়েছে এখন revenuehits থেকে টাকা আয় করবো

তাহলে দেরী না করে, ইমেইল ভেরিফিকেশন করে ফেলুন।

ইমেইল ভেরিফিকেশন করার পর লগইন করুন।

6 এডসেন্সে নেই তো কি হয়েছে এখন revenuehits থেকে টাকা আয় করবো

কি ভাবে এড্ কোড আপনার ওয়েব সাইডে বসাবেন।

আপনি লগইন করে নিয়ে,  RevenueHits- এর ড্যাসবোর্ডে যান তারপর উপরের মেনুবার থেকে PLACEMENTS-এ ক্লিক করুন।

1 এডসেন্সে নেই তো কি হয়েছে এখন revenuehits থেকে টাকা আয় করবো

PLACEMENTS-এ ক্লিক করার পড়ে নিচে ডান দিকে New Placement এ ক্লিক করুন।

2 এডসেন্সে নেই তো কি হয়েছে এখন revenuehits থেকে টাকা আয় করবো

এবার Desktop Placement সিলেক্ট করুন।

3 এডসেন্সে নেই তো কি হয়েছে এখন revenuehits থেকে টাকা আয় করবো

এবার একটি উইন্ডোজ আসবে সেখান থেকে আপনার পছন্দ মতো এড সিলেক্ট করে ডাবল ক্লিক করুন। ধরুন আমি Bannerসিলেক্ট করলাম।

4 এডসেন্সে নেই তো কি হয়েছে এখন revenuehits থেকে টাকা আয় করবো

এখন Placement name আমার  পছন্দ মতো নাম দিলাম ধরুন এডটি আমি হেডে বসাবো তাই নাম দিলাম head. এবার আমার  পছন্দ মতো এড সাইজ সিলেক্ট করবো তারপর New Site বাটন ক্লিক করব।

5 এডসেন্সে নেই তো কি হয়েছে এখন revenuehits থেকে টাকা আয় করবো

এবার একটি উইন্ডোজ আসবে সেখানে আপনার ওয়েব সাইট টির নাম দিন, URL বা লিঙ্ক টি দিন, Category সিলেক্ট করুন, Description যদি দিতে চান তবে দিবেন। এবার Save বাটন – এ ক্লিক করুন।

6 এডসেন্সে নেই তো কি হয়েছে এখন revenuehits থেকে টাকা আয় করবো

আবার এড সাইজটি সিলেক্ট করে সেভ করুন।

7 এডসেন্সে নেই তো কি হয়েছে এখন revenuehits থেকে টাকা আয় করবো

এবার একটি উইন্ডোজ আসবে, লাল চিহ্নিত জায়গায় ক্লিক করুন কোডের জন্য।

8 এডসেন্সে নেই তো কি হয়েছে এখন revenuehits থেকে টাকা আয় করবো

কোডটুকু কপি করে আপনার ওয়েব সাইট – এ বসান এবং আয় শুরু করুন।

9 এডসেন্সে নেই তো কি হয়েছে এখন revenuehits থেকে টাকা আয় করবো

বাকীটা আপনার পারবেন কারণ এর আগেও আপনার বিভিন্ন এডস কোম্পানী এডস ব্যবহার করেছেন। শুরু করুন আপনার কষ্টে বানানো ওয়েবসাইটের ইনকাম।সবাই ভাল থাকুন

আর আমার ওয়েবসাইট সময় পেলে ঘুরে আসবেন http://itdesh.com