আজ আমি আপনাদের দেখাব একটি সব ধরনের কাজের জন্য উপযোগী কনভার্ট করার সফটওয়্যার format factory.
এর মাধ্যমে আপনি সকল কিছু কনভার্ট করতে পারবেন অতি সহজে ।
Video convert :
যদি আপনি mp4 এ কনভার্ট করতে চান তাহলে বাম পাশের video বারে ক্লিক করুন । যদি মোবাইলের জন্য হয় তবে All To Mobile Device a click করুন । এখানে নানান ব্র্যান্ড এর মোবাইলের configeration পাবেন । i pod, i phone android etc. তবে যেকোনো android মোবাইলের জন্য apple iphone & ipod theke 640×480 MPEG4 নির্বাচন করুন । আপনার সেট যদি এতে না থাকে তবে mobile device compitable এ গিয়ে আপনার পছন্দের স্ক্রীন রেজোলিউশান নির্বাচন করুন । আমি নোকিয়া জাভা মবিলের জন্য 320×240 MPEG4 নির্বাচন করতে বলব ।
আপনি যদি 3gp কনভার্ট করতে চান তবে সাইড বার থেকে all to 3gp নির্বাচন করুন । এখান থেকে output settings গিয়ে পছন্দ মত স্ক্রীন সাইজ নির্বাচন করুন ।
লাল দাগ দিয়ে স্ক্রীন রেজোলিউশান / সাইজ দেখান হয়েছে । এখান থেকে আকার পরিবর্তন করতে পারেন । তবে আমি বলব 352×288 MPEG4 টা নির্বাচন করলে মোবাইল এ ভিডিও টা দেখে ভাল লাগবে ।
অনেক সময় ভিডিও দেখার সময় উপর নিচে বড় কাল বর্ডার দেখা যায় । এর জন্য video file নির্বাচন করে সেটিংস্ এ জান । সেখান থকে start time, end time দিয়ে ভিডিও কাটতে পারবেন । তারপর crop বাটনে টিক দিলে যে ভিডিও নির্বাচন করেছেন তার মধ্যে একটা বক্স দেখতে পারবেন । এই লাল বক্সের ভিতরের অংশ টুকই কনভার্ট হবার পর দেখা যাবে ।
এছাড়াও আপনি সব ফরম্যাটে ভিডিও কনভার্ট করতে পারবেন । নিজের নাম watermark করতে পারবেন ।
আপনি DVD HD MOVIE RIP করতে পারবেন, ISO CSO, MUSIC CD to AUDIO FILES, ভিডিও এর শব্দ পরিবর্তন বা এর সাথে গান জুরতে পারবেন ।
download করুন ————> ফরম্যাট ফ্যাক্টরি
ধন্যবাদ শেয়ার করার জন্য। 🙂
ভাল