আমরা মোটামুটি সবাই autorun virus এর সাথে পরিচিত। আর সাধারণত Pendrive এ autorun virus টি আমরা অনেক বেশি দেখতে পাই। autorun virus কম্পিউটারের তেমন কোন ক্ষতি করতে পারে না। তবে এই ছোট ভাইরাসের কারণে মাঝে মধ্যে বেশ ঝামেলা পোহাতে পারে। একেবারে ছোট করে দেখাও ঠিক নয়। USB Disk Security সফটওয়্যার টি ব্যবহার করে খুব সহজেই এই ভাইরাসের হাত থেকে মুক্ত থাকা সম্ভব। যাই হোক এখন আমরা শিখব কি করে autorun virus তৈরী করা যায়। ভাইরাস টি তৈরী করা খুবই সহজ শুধু মাত্র একটি কোড নোটপ্যাড এ লিখলেই হয়ে যাবে। প্রথমে নোটপ্যাড ওপেন করুন তারপর নিচের কোডটি কপি করে নোটপ্যাডে পেষ্ট করুনঃ
[autorun]
Open=Pirus.bat
Shellexecute=Pirus.bat

এখন ফাইলটি সেভ করুন autorun.inf এই নামে। ব্যাস তৈরী হয়ে গেল autorun virus. ভাইরাস বানানো নিয়ে এটি আমার প্রথম পোষ্ট তবে আমি পরবর্তীতে আরও অনেক পোষ্ট করব ভাইরাস বানানো এবং হ্যাকিং সম্পর্কিত বিষয় নিয়ে। পোষ্টগুলো পেতে আজ থেকে প্রতিদিন চোখ রাখুন পিসি হেল্প সেন্টার বিডি ওয়েব সাইটে।