Memory Class 3
প্রায় বেশির ভাগ মেমোরি কার্ড এ SD(SD=Secure Digital) লেখার পাশে C10,C6,C4,C2 লেখা থাকে। এই C নির্দেশ করে মেমোরি কার্ড এর ক্লাস এবং সংখ্যা নির্দেশ করে মেমোরি কার্ডের ডাটা রাইট করার ক্ষমতা। ডাটা রাইট করার ক্ষমতা বলতে, এটি প্রতি সেকেন্ডে কত MB ডাটা লিখতে পারবে তা বুঝায়। একে সাধারণত MBps দ্বারা প্রকাশ করা হয়। এখানে MB বলতে Mega Byte(MB) বুঝায়, ইন্টারনেটের Mega Bit(Mb) নয়। Mega Bit(Mb) কে ৮ দ্বারা ভাগ করলে Mega Byte(MB) পাওয়া যায়। তাই কোন ইন্টারনেটের স্পিড 1 Mbps বুঝালে তা আসলে 128 KB। যদি কোথাও C10 লেখা থাকে তাহলে এর অর্থ এটির Class-10 এবং এর ডাটা রাইট করার ক্ষমতা প্রতি সেকেন্ডে 10 মেগাবাইট। এভাবে C6,C4,C2 এর ডাটা রাইট করার ক্ষমতা যথাক্রমে 6 MB,4 MB, 2 MB প্রতি সেকেন্ড।
আবার SDXC(SD Extended Capacity) তে C এর বদলে U বা UHS UHS (Ultra High Speed)লেখা থাকে এবং U3, U1 লেখা থাকে। এর অর্থ এই নয় যে এর ডাটা রাইট করার ক্ষমতা 3 MB । এর অর্থ এর ডাটা রাইট করার ক্ষমতা 30 MB ।
Memory Class
নিচের ছকটি দেখে নিন। এতে বিভিন্ন ক্লাসের মেমোরির তথ্য ধারণ করার বিশেষ সুবিধা দেয়া আছে।
Memory Class 2
UHS Speed Class-
Mark- Minimum Serial Data- SD Bus Mode- Application
U3- 30 MB/s- UHS-II- 4K2K Video Recording.
U1- 10MB/s- UHS-I- Full HD Video Recording HD Still Image Continuous Shooting.
Class-
C10- 10MB/s- High Speed- Full HD Video Recording HD Still Image Continuous Shooting.
C6- 6MB/s- Normal Speed- HD and Full HD Video Recording.
C4- 4MB/s- Normal Speed- HD and Full HD Video Recording.
C2- 2MB/s- Normal Speed- Standard Video Recording.
যদি সুবিধার কথা বলতে হয় তাহলে Class 10 মেমোরির কথাই বলব। SDXC মেমোরি এদেশের বাজারে পাওয়া যায় না। তাই মেমোরি কেনার সময় মেমোরির ক্লাস অবশ্যই দেখে কিনবেন।