আসসালামু আলাইকুম,সবাই ভাল আছেন তো ? আমি ভাল আছি। আজ আপনাদের আমি দেখাবো কি ভাবে Cheat Engine 6.4 দিয়ে Facebook Game Candy Crush Saga হ্যাক করে Unlimited lives, moves and boosters etc পাওয়া য়ায়। Cheat Engine এমন একটি software যার মাধ্যমে প্রায় সব ধরনের Pc,Laptop এর গেম হ্যাক করা যায়। তাহলে Games টি হ্যাক করতে আপনারা নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুন
১। প্রথমে Cheat Engine 6.4 এখান থেকে DOWNLOAD করুন
২। তারপর ফেসবুক এর Candy Crush Saga Game এ যাই। মনে রাখবেন candy Crush Saga Game টি Chrome browser এ Play করতে হবে। আমি আপনাদের Chrome browser এ হ্যাক করা দেখাব।
৩। এবার আপনার Chrome browser এ একাট New Tab নিন এবং Shift+Esc চাপুন, এরপর Task Manager নামে একটি Tab দেখতে পাবেন। এর নিচের দিকে Plugin:Shockwave Flash এর ডানদিকে Process ID টি Calculator এ টাইপ করে Hex এ convert করুন। তারপর
৪। Cheat Engine 6.4 চালু করুন। এবার Cheat Engine লাল সবুজ চিহ্নিত জায়গায় CLICK করুন।
৫। এরপর Process List থেকে Process ID টি, যেটি Calculator Hex এ convert করা ছিল, সেটিতে Selact করে Open এ ক্লিক করুন। আমার ছিল 1024
৬। এরপর First Scan এর Value এর ঘরে Candy Crush Saga Game এর Moves টি লেখুন এবং First Scan এ ক্লিক করুন। উদাহরন Moves সংখ্যা 60টি
এরপর নিচে Next Scan ক্লিক
৭। এবার একটা Moves খেলুন এখন Moves সংখ্যা থাকে 59 টি, এটি আবার ওই ঘরে লিখুন এবং Next Scan এ ক্লিক করুন। এবার আর একটা Moves খেলুন, থাকে 58টি সেটা ও ঘরে লিখুন, এবং Next Scan এ ক্লিক করুন। এবার বাম দিকে দেখুন Value এর নিচে 58 টে দেখায়, ওটাকে Selact করি।
৮। এখন নিচে ৪ লেখা স্থানে CLICK করি এবং ৫ লেখা স্থানে double click করে Value টি তে নিজের ইচ্ছা মত সংখ্যা বসাই। য়েমন 500 টি। এবার দেখুন Game এর Moves সংখ্যা 500 হয়ে গেছে।
আমি, Candy Crush Saga Game টি Chrome browser & Mozilla firefox browser এর উপর হ্যাকিং video tutorial তৈরী করেছি। এ দুটি browser এ হ্যাক কারার ধরণ একটু ভিন্ন রকম। নিচে Candy Crush Saga Unlimited lives, moves and boosters এর উপর আমার video tutorial দেওয়া আছে। ভালভাবে বুঝতে video tutorial গুলো দেখুন।
1.Mozilla firefox browser এর জন্য Candy Crush Saga Unlimited lives,moves and booster
2.Chrome browser এর জন্য Candy Crush Saga Unlimited lives,moves and booster
3.Mozilla firefox browser এর জন্য Candy Crush Saga Unlimited lives,moves and booster
দোয়া করি সবাই ভাল থাকবেন। অনিচ্ছাকৃত ভুলের জন্য মাফ করবেন আর কোন সমস্যা হলে তা অবশ্যই জানাবেন।