আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আপনাদের দেখাবে কিভাবে উইন্ডোস ১০ এ লগইন পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন, এটা অবশ্যই নতুন ইউজারদের জন্য, যারা অভিজ্ঞ/এক্সপাট তাদের দেখার দরকার নেই, বা দেখে সময় নষ্ট করারও দরকার নেই। তাহলে কথা না বাড়িয়ে কাজে চলে যাই।
ধাপ #০১: প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করুন
ধাপ #০২: সেটিং এ ক্লিক করুন
ধাপ #০৩: এবার একাউন্টে ক্লিক করুন।
ধাপ #০৪: সাইন ইন অপশনে ক্লিক করুন এবার এ্যাড এ ক্লিক করুন।
ধাপ #০৫: এবার নিউ পাসওয়াডে আপনার পছন্দ মত পাসওয়ার্ড দিন, এবং রিইন্টার পাসওয়ার্ডে নতুন আবার ঐ একই পাসওয়ার্ড দিন। হিট: এখানে যে কোন সংখ্যা লিখতে পারেন, এটা পরবর্তীতে দরকার হবে না।
ধাপ # ০৬: এবারে নেক্স এ ক্লিক করুন।
ব্যাস হয়ে গেলো পাসওয়ার্ড, এবার যদি আবার আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে চান, তাহলে ঠিক একই নিয়মে ধাপ # ০৪ পর্যন্ত করুন এবার এ্যাড এর যায়গাতে Change দেখতে পারবেন, সেখানে ক্লিক করুন।
আপনার বর্তমান পাসওয়ার্ডটি দিন
এবার ঠিক একই নিয়মে #০৫ ধাপ অনুযায়ী কাজ করুন, নতুন পাসওয়ার্ড দিয়ে Next এ ক্লিক করুন
সব শেষে ফিনিস এ ক্লিক করুন।
কাজ শেষ, ধন্যবাদ সবাই ভালো থাকবেন, ভুলে ভড়া জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়, তাই ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। আল্লাহ হাফেজ।