সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আজ আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোস ১০ এর অটোমেটিক আপডেট বন্ধ করতে পারেন। এই পোষ্টটি শুধু নতুনদের জন্য, যারা জানে না, শুধু তাদের জন্য। তাই আপনি যদি পূর্বেই কাজটি জেনে থাকেন অযথা এখানে সময় নষ্ট করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।
তাহলে আমরা কাজে চলে যাইঃ
ধাপ ০১: সার্চ বক্সে ক্লিক করে Services লিখে সার্চ দিন, তাহলে সার্ভিস নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
নিচের স্ক্রীনশর্টটি দেখতে পারেন।
ধাপ ০২: এবার Windows Update অপশনটি খুজে বের করুন।
ধাপ ০৩: এবার ডাবল ক্লিক করে ওপেন করুন, Start up থেকে মেনুয়ালী সিলেক্ট করে Apply তে ক্লিক করুন,
ধাপ ০৪: এবার ডিজেবল সিলেক্ট করুন, এবার Apply>OK
[AMAZONPRODUCTS asin=”B00ZSI7Y3U”] [AMAZONPRODUCTS asin=”B01019T6O0″] [AMAZONPRODUCTS asin=”1119038596″] [AMAZONPRODUCTS asin=”B00ZSHDJ4O”] [AMAZONPRODUCTS asin=”B01019TDJ8″]