Payoneer Local Bank Transfer – Remittance Certificate Issue নিয়ে অনেকেই সন্দিহান আছেন, তাদের উদ্দেশ্যে বাংলাদেশের Payoneer এর প্রধান বিষয়টি ক্লিয়ার করেছেন, তারা লেখাটি আপনাদের সুবিধার জন্য হুবাহু তুলে ধরা হলো।
——————————————————————-
Payoneer Local Bank Transfer – Remittance Certificate Issue
এই প্রশ্ন টা অনেক পাই – পেয়নিয়ার থেকে আমার ব্যাঙ্ক এ ট্রান্সফার করলে আমি আমার রেমিটেন্স এর সার্টিফিকেট কোথা থেকে পাবো – কিভাবে পাবো ?
আপনার যেই ব্যাঙ্ক এই একাউন্ট হোক – কোন সমস্যা নাই, আপনার লোকাল ব্যাঙ্ক ট্রান্সফের টা প্রথমে আমাদের পার্টনার ব্যাঙ্ক – ব্যাঙ্ক এশিয়া তে আসে, এর পর ব্যাঙ্ক এশিয়া আপনার ব্যাঙ্ক এ টাকা টা ট্রান্সফার করে দেয়।
রেমিটেন্স এর সার্টিফিকেট টা আপনি ব্যাঙ্ক এশিয়া – হেড অফিস থেকে পাবেন। যে কোন সময় আপনি নিজে যেয়ে নিয়ে আসতে পারবেন 🙂
কেও যদি আপনাকে বলে থাকে পেয়নিয়ার এ লোকাল ট্রান্সফার করলে রেমিটেন্স সার্টিফিকেট পাবেন না – এইটা ভুল তথ্য।
আপনার রেমিটেন্স এর সঠিক সার্টিফিকেট ও সব ডকুমেন্ট কোন রকম ঝামেলা ছাড়া পেয়ে যাবেন ব্যাঙ্ক এশিয়া থেকে। আর যাদের লাগবে তাড়া চাইলে আমাকে ইনবক্স করতে পারেন, আমি আরও বিস্তারিত দিয়ে দিবো – ব্যাঙ্ক এশিয়া ব্রাঞ্চ এর লোকেশন, কোন অফিসার, তার নাম, নাম্বার সব 🙂
আসা করি এই নিয়ে আর কোন কনফিউশন থাকবে না 🙂
আপনার যদি কোন গ্রুপ থাকে যেখানে মেম্বার রা পেয়নিয়ার ব্যাবহার করে, তাহলে গ্রুপ এ শেয়ার করে দিন কষ্ট করে 🙂
————————————————————————
ধন্যবাদ সবাই ভালো থাকবেন।