বর্তমানে স্মার্টফোনেই রাখা হয় প্রয়োজনীয় তথ্য ও ফাইল। কিন্তু স্মার্টফোনটি হারিয়ে বা চুরি হয়ে গেলে বিপাকে পড়তে হয় ব্যবহারকারীদের। কারণ, এতে ডিভাইসটির সাথে সাথে বেহাত হয়ে যায় এসব প্রয়োজনীয় তথ্য ও ফাইলও।
শুধু তাই নয়, স্মার্টফোনটি হারিয়ে বা চুরি হয়ে গেলে অনেক গুরুত্বপূর্ণ এসএমএস বা ফোন নম্বরও হাতছাড়া হয়ে যায়। এক্ষেত্রে প্রয়োজনীয় সকল তথ্য নিরাপদ রাখার চমৎকার উপায় হতে পারে মোবাইল ফোন অ্যাপ্লিকেশন ‘ইজি ব্যাকআপ’।
এক নজরে অ্যাপ্লিকেশনটি ফিচার সমূহ-
১) অ্যাপটিতে এসএমএস, এমএমএস, কল লগ, ফোন নম্বর, ক্যালেন্ডার ইত্যাদি ব্যাকআপ রাখা যাবে।
২) তথ্য এসডি কার্ড বা ইন্টারনাল স্টোরেজে ব্যাকআপ রাখা যাবে।
৩) স্মার্টফোনে থাকা অ্যাপ্লিকেশনও ব্যাকআপ রাখা যাবে।
৪) অ্যাপটি ব্যবহার করে ব্যাকআপ জিমেইল, ড্রাপবক্স, গুগল ড্রাইভ, বক্স এবং ওয়াইড্রাইভে সংরক্ষণ করা যাবে। তবে এক্ষেত্রে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।
৫) চাইলে অ্যাপটি ব্যবহার করে যে কোন প্রয়োজনীয় ফাইলের ব্যকআপ স্বয়ংক্রিয়ভাবে রাখা যাবে।
৬) অ্যাপটি ব্যবহার করে ব্যাকআপ অ্যাপ্লিকেশন ড্রাপবক্সের মত ক্লাউডে পাঠানো যাবে।
গুগল প্লেস্টোরে থাকা ৪.৩ রেটিংয়ের এই অ্যাপ্লিকেশনের সাইজ ৩.১ মেগাবাইট। থেকে বিনামূল্যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
you can enter this link