রক্ত নিয়ে ব্যবসানয় জীবন নিয়ে খেলা নয় !! এক ব্যাগ রক্ত হতে পারে জীবন বাঁচানর হাতিয়ার । তাই অাপনার প্রয়োজনীয় রক্ত সঠিক সময়ে অাপনার নিকট পৌছানর জন্য বাংলাদেশে চালু হয়েছে অানলাই ভিত্তিক ওয়েব সাইট। বিডোনেটর.কম | রক্তদান এবং গ্রহনের জন্য একটি উন্মুক্ত মাধ্যম।

সময় বাঁচানোর জন্যঃ

মনে করুন আপনার কোন আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব যে কোন দূর্ঘটনায় গুরুতর আহত হল খুব অল্প সময়ের মধ্যে অধিক ব্যাগ রক্ত লাগবে বা সেটা কোন দূর্লভ গ্রুপের রক্ত তখন আপনি কি করবেন? আপনার লাখ টাকা থাকলেও তখন সেটা কোন কাজে আসবেনা। ঠিক ওই মূহুতেই আপনাকে সমাধান দিবে বিডোনেটর.কম আপনার প্রয়োজনীয় রক্তের গ্রুপ আর নির্ধারিত ঠিকানা দিয়ে সার্চ করুন দেখবেন ওই ঠিকানা, জেলা বা সিটির সকল দাতার প্রোফাইল আপনার সামনে চলে আসবে, আমি আগেই বলেছি যে বিডোনেটর.কম এ এ্কাউন্ট তাদেরই আছে বা তারাই করে যারা রক্ত দেওয়ার মত মনমানসিকতা রাখে। সুতরাং এ থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এখান থেকে আপনি স্বল্প সময়ের মধ্যে আপনার প্রয়োজনমত রক্তের যোগান পাবেন।

অর্থ বাঁচানোর জন্যঃ

আপনার যখন অপ্ল সময়ের মধ্যে অধিক ব্যাগ রক্তের প্রয়োজন হবে বা কোন দূর্লভ গ্রুপের রক্তের প্রয়োজন হবে তখন আপনার এ দূর্বলতার সুযোগ নেবে কতিপয় ব্যাক্তি, সংস্থা বা ব্লাড ব্যাংক। এরা আপনার থেকে প্রোয়োজনীয় রক্তের জন্য অধিক অর্থ দাবী করবে বা পড়ে যেতে পারেন কোন দালালের খপ্পরেও। সুতরাং এ থেকে আপনাকে পুরোপুরি নিস্তার দিতে পারবে বিডোনেটর.কম। এটা কোন ব্যাংক না, কোন সংস্থা না বা কোন দালালের আড্ডাখানাও না এখানে আছে শুধু পরোপকারী বন্ধুরা যারা শুধু জীবন বাঁচাতে জানে নিতে না।
জনসচেতনতায়
you can enter this link