স্লো নেট এ বাফারিং ছাড়া ইউটিউব এর ভিডিও দেখতে চান?? তাহলে দেখে নিন ঝটপট !!এই শিরোনামে গত টিউনটি করেছিলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে জিপিতে ফুল স্পীড এ ফ্রি ইন্টারনেট ব্যবহার এবং ডাউনলোড করবেন। অনেক দিন ধরে ই সুযোগ খুজতে ছিলাম। কিন্তু আজকে সেই সুযোগ কাজে লাগানোর সময় চলে আসছে। এর আগে অবশ্য অনেকেই ফ্রি ইন্টারনেট এর টিউন করেছেন কিন্তু ওইগুলো অনেক slow. জিপি তে এই মুহূর্তে আইপি বাগ এর সমস্যা চলছে। আইপি বাগ এর সমস্যা হলে ই কেবল ফুল স্পীড পাওয়া যায়। সুতরাং এই সুযোগ এ ফুল স্পীড এ ফ্রি ইন্টারনেট ব্যবহার এবং ডাউনলোড করতে থাকেন। কিভাবে করবেন তা বলছি —
১) আপনার সিম এ যদি কোন মেয়াদ এবং টাকা না ও থাকে তবু ও চলবে। যখন আমি নিজে এটি পরীক্ষা করেছি তখন আমার সিম এ কোন মেয়াদ এবং কোন মেগাবাইট ও ছিল না। (সিম এ কোন টাকা রাখবেন না)
২) গ্রামীন ফোন এর যেই ফ্রি ফেসবুক প্যাক টি আছে সেটা অ্যাক্টিভ করেন *৫০১০#
৩) এরপর Connect দেন। দেখবেন Connect হয়ে গেছে।
৪) এখন আপনি আপনার ইচ্ছা মত যা খুশি ডাউনলোড দেন।
আশা করি সবাই বুজতে পেরেছেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেয!!
you can enter this link