প্রথমে আমার সালাম নিবেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে??? আশা করি অনেক ভালো আছেন। না থাকলে অবশ্যই ভালো হয়ে যাবেন আশা করছি। আজকের টিউনের টাইটেলটা নিশ্চয় দেখেছেন। তাহলে চলুন সোজা সুজি মুল টিউনে চলে যাই।
স্কাইপ। অনলাইন জগতে রাজত্ব করা এক রাজার নাম। এর সুবিধাগুলো হল এটা দ্বার ভিডিও কল,অডিও কল সহ নানা ধরনের কাজ করা যাই। আর এটিও খুব সহজে। আর বেশি কিছু লিখলাম না কারন, এটা সম্পর্কে আমাদের অজানা কিছুই নেই। তবে আজকের সফট্যওয়্যার টি এই প্রযুক্তিকে ঘিরে।
আজকে আপনাদের এমন একটি সফট্যওয়্যার উপহার দিব যা দ্বারা আপনি সহজেই আপনার কন্ঠ পরিবর্তন করতে পারবেন। ফেসবুকে,হ্যোয়াট্স এ্যাপে, ভাইবারে এবং স্কাইপে। তবে এটি সবচেয়ে সুবিধা হল স্কাইপে। এটি এমন এক সফটওয়্যার যা আপনাদের কজে ত লাগবে সঙ্গে অনেক মজাও পাবেন। এটি ডাউনলোড করলেই আপনি বুঝতে পারবেন।
অনেকেই আছেন যারা ভয়েস চেঞ্জ করে কথা বলতে চান, কিন্তু ভাল কন সফটওয়্যার খুজে পাচ্ছেন না বা জানেন না। আসলে অনেক কাজে ভয়েস চেঞ্জ করে কথা বলা দরকার হতে পারে, এর মধ্যা সয়তানি করে কথা বলা টা বেশি। তো যারা এম্ন টি খুজছেন তাদের জন্য আজকে এই সফটওয়্যার টি।
দেখুন এর কিছু সুবিধা সমূহঃ
এর মাধ্যমে মে, ছেলে, পুরুষ, মোটা, বাচ্চা সহ সকল প্রকার কণ্ঠ পাবেন।
ইয়াহ, স্কাইপি, MSN সহ সকল প্রকার মেসেঞ্জার সাপোর্ট করে। সহজ ব্যাবহার যোগ্য ও সহজ ভাবে ব্যাবহার করা যাবে।
উইন্ডোজ ৩২ ও ৬৪ বিট ২ টাতেই সাপোর্ট করে। সঙ্গে সেই রকম এক সফটওয়্যার পাচ্ছেন যা দিয়ে মজা মজা করতে পারবেন।
তাহলে আজ এ পর্যন্তই। আপনারা সকলেই ভাল থাকবেন আর কোন সমস্যা হলে টিউনমেন্ট করবেন।
টিউনটি ভাল লাগলে আমার সাইটঃ http://trickround.com