আজ একটা ছোট্ট টিপস নিয়ে এলাম। আপনি একটি ছোট সফটওয়ার এর মাধ্যমে এন্ড্রয়েড মোবাইলকে মডেম বানিয়ে পিসি তে ইন্টারনেট ব্যবহার করার ছোট টিপসটি আপনার জন্য।

এখান থেকে Software টি ডাউনলোড করে নিন।

আপনার Android mobile টি পিসি তে ডাটা ক্যাবল দিয়ে Connect করে software টি ইনস্টল করুন।

দেখবেন আপনার মোবাইলে PdaNet apps টি ইনস্টল হয়েছে

তারপর PdaNet app টি চালু করে Enable USB Tether এ প্রেস করলে Android mobile টি পিসি তে Connect  হবে

তারপর আপনি আপনার পিসি তে গিয়ে connect button a press করলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন

এভাবে আামি ইন্টারনেট ব্যবহার করছি। আশা করি আপনারাও পারবেন।

তবে ইন্টারনেট ব্যবহার করার জন্য ১জিবি প্যাকেজ নেওয়া ভাল। কারন আমি এখনো এভাবে ফ্রি নেট ব্যবহার করতে পারিনি।

ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ

আমার facebook account