এবার মাতৃভাষা বাংলা লিখুন আপনার প্রিয় মোবাইলে।খুবই সহজ ডাউনলোড করে নিন আই সফটওয়্যার টি http://goo.gl/8EL8Ld। অ্যাপটি নামিয়ে স্মার্টফোনে ইনস্টল করে নিতে হবে। এবার Settings থেকে Languages-এ গিয়ে Mayabi Keyboard দেখে দিন। ডিফল্ট লে-আউট হিসেবে এটি নির্ধারণ করতে যেকোনো টেক্সট এডিটরে গিয়ে লেখার মধ্যে আঙুল চেপে ধরে Input method থেকে Mayabi keyboard নির্বাচন করে দিন। এখন বাংলা লিখতে চাইলে Input method থেকে Mayabi keyboard নির্বাচন করে বাংলা লেখা  যাবে। অ্যান্ড্রয়েড মোবাইল এর জন্য মায়াবী কি-বোর্ড ফোনেটিক লে-আউট সমর্থন করে থাকে। তাই ফোনেটিক কি-বোর্ড ব্যবহার করে বাংলা লিখতে চাইলে ইংরেজিতে আপনার প্রয়োজনীয়  শব্দ লিখলে সেটি বাংলা হয়ে যাবে। আপনি যদি ‘আমার সোনার বাংলা’ কথাটি এখানে লিখতে চান, তাহলে ইংরেজিতে লিখুন ‘amar sonar bangla’। তাহলেই সেটি বাংলা হয়ে যাবে।  ঃঃ) একই সঙ্গে এই অ্যাপে বাংলা এবং ইংরেজি অভিধানে অনেক শব্দ সংরক্ষণ করা আছে। তাই চাইলেই যেকোনো ইংরেজি থেকে বাংলা বানানের ক্ষেত্রে সেটি দেখে নিয়ে তা সহজেই লেখা যাবে।

পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন। ধন্যবাদ ।আমার আরও পোস্ট পড়তে ঘুরে আসুন এই সাইট এ :www.techvoicebd.com