আজ একটা টিপস দিব আপনাদের। ফোল্ডার হাইড করার অন্য নিয়ম।তাহলে জেনে নিই কীভাবে তা করবেন।আপনি যেস্থানে ফোল্ডার হাইড করতে চান সেখানে একটা ফোল্ডার নিন।এরপর ফোল্ডার রিনেম করুন Alt চেপে 0160 এই সংখ্যাগুলো চাপুন।দেখবেন ফোলডারটি খালি নামে পরিবর্তিত হয়ে গেছে।

                                                                              

এখন ফোল্ডারের properties অপশন এ যান তারপর customize এ গিয়ে change icon এ ক্লিক করুন।

অনেকগুলো আইকন আসবে তারমধ্য খালি আইকোনটি নির্বাচন করুন ।

এবং apply ও OKদিয়ে বেরিয়ে আসুন। দেখুন—–।এরপর আপনি সে জায়গায় ডাবল ক্লিক করলে ফোল্ডারটি ওপেন হবে। আনহাইড করার জন্য icon টি change করে দিলে হবে।

                                                                        ধন্যবাদ