আসসালামু আলাইকুম,এই গ্রুপে এটা আমার ১ম পোস্ট, আমরা অনেকে Pc laptop চালাই অনেক সময় আমাদের Hard Disk এ ব্যাড সেক্টরের কারনে অনেক Problem দেখা যায়। যেমন আপনি নতুন Windows setup দিছেন আপনাকে একটা ম্যাসেজ দিতেছে যে,
Windows Detected A Hard Disk Problem ,back up your files immediately.
নিচের চিএ টা দেখুন এই রকম যদি ম্যাসেজ পান তাহলে কিছু দিন যাওয়ার পর উনন্ডোজ Slow হয়ে যায়। আবার নতুন করে উনন্ডোজ দেন কিন্তু কোন ফল পান না।আজকে আমি দেখাব কিভাবে এর সমাধান করা যায়।
প্রথমে যা করতে হবে windows+R চেপে Run কমান্ড ওপেন করতে হবে.
তারপর টাইপ gpedit.msc ওকে
এর পরে নিচের চিএ এর মত আসবে আর লাল দাগ গুলো ফলো করুন।
ডাবল ক্লিক Administrative Templates
ডাবল ক্লিক system
ডাবল ক্লিক Troubleshooting and Daignostics এরপরে
ডাবল ক্লিক :Disk diagnostic:configure execution level,
এবার আসি কাজের কথায় Disk diagnostic:configure execution level এ ডাবল ক্লিক করার পর আপনারা
Not configured দেখতে পাবেন এখন এটাকে Enabled করে দিন এবং apply করে ওকে দিন ।এবং Pc Restart করুন ।
Pc Restart করার পর আবার ঠিক আগের মত Disk diagnostic:configure execution level এ ডাবল ক্লিক করুন এবং disabled করে দিন এবং apply করে ওকে দিন।ব্যাস আপনার কাজ শেষ ।এখন নিশ্চন্তে একবার উনন্ডোজ দিয়ে ২ বছর চালান।
ধন্যবাদ সবাই ভালো থাকবেন।
পুর্বে প্রকাশিত: এখানে দেখুন
আর youtube এ দেখতে এখানে ক্লিক করুন
অসাধারন হয়েছে ভাই, ধন্যবাদ শেয়ার করার জন্য।