আপনাদের দেখাব কি ভাবে কম্পিউইটার দ্রুত চালু হবে। আনেক সময় কম্পিউইটার চালু হতে ৩ থেকে৪ মিনিট লেগে যায়। এটি মুলত হয় কম্পিউইটারে বহু দিন ধরে ব্যবহিত নষ্ট ফাইল জমে পিসি চালু হতে প্রয়োনের তুলনায় একটু বেশি সময় লাগে। কম্পিউইটার দ্রুততম সময়ের মধ্যে কম্পিউইটার অন করতে প্রথমে Start বাটন থেকে Run -এ গিয়ে msconfig লিখে এন্টার চাপেত হবে।এখন System configurationনামে একটা উইন্ডো ওপেন হবে। সেখানে উপরেই থাকা Boot ট্যাবে ক্লিক করে নিচে লক্ষ্য করতেই ডান পাশে No GUI boot অপশনের পাশে টিক চিহু জুড়ে দিয়ে ok দিয়ে বের হয়ে আসতে হবে।
কম্পিউটার দ্রুত ওপেন করার উপায়
Category:
টিপস্ এন্ড ট্রিকস্
Apnar post er headline change korun.
good