আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভাল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা উপায় যার দ্বারা আপনি আপনার ছবিকে কার্সর হিসেবে ব্যবহার করতে পারবেন। এজন্য প্রথমেই নিচের লিঙ্ক থেকে software টি নামিয়ে নিন এবং setup দিন।
তারপর প্রোগ্রামটা রান করুন। তারপর নিচের মত আসবে
এখন আপনার ছবিটি এখানে drop করুন। এখন যেখান থেকে ফাইল drop করেছেন সেখানে আরেকটি ছবি পাবেন।
এখন Start- Control Panel-mouse-pointers এ যান। তারপর নিচের মত আসবে
এখন Browse করে নতুন ছবিটা locate করুন এবং apply করুন।
তাহলেই হয়ে যাবে।