আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন? আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Payoneer Master Card ফ্রিতে আপনি ঘরে বসে পেতে পারেন? তাও আবার 25 ডলার বোনাস সহ 😉 Payoneer Master Card কি কাজে লাগে বা এটা কিসের তা আশা করি বলতে হবে না, তারপরও সংক্ষেপে বলি,
Payoneer Master Card কি কাজে লাগে? সুবিধা কি?
১. এটা দিয়ে বিশ্বের মধ্যে প্রায় ২০০+ দেশ থেকে লেনদেন করতে পারবেন।
২. বিশ্বের ৯০%+ মার্কেট প্লেস এই কার্ড সাপোর্ট করে, আপনি ঐ সকল মার্কেট প্লেস থেকে ইনকাম করে এই কার্ডের মাধ্যমে পেমেন্ট আনতে পারবেন, যেমন: upwork, freelancer, fiverr,clickbank ইত্যাদি।
৩. অধিকাংশ কাজের জন্যই পেপাল দরকার, কিন্তু আমাদের বাংলাদেশে পেপাল না থাকার কারনে অনেকের পেমেন্ট আনতে ঝামেলা হয়, সেই ক্ষেত্রে Payoneer আপনাকে অনেকটা হেল্প করবে,।
৪. Payoneer থেকে সরাসরি আপনার ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, প্রথমে মার্কেট প্লেস থেকে সরাসরি বাংলাদেশি ব্যাংক সাপোর্ট না করলে যদি Payoneer সাপোর্ট থাকে তাহলে প্রথমে মার্কেট প্লেস থেকে Payoneer এ পেমেন্ট দিতে পারবেন, এবং Payoneer থেকে সরাসরি আপনার যে কোন বাংলাদেশি ব্যাংকে পেমেন্ট দিতে পারবেন। এতে ডলার রেট বেশি পাওয়া যায় সরাসরি মার্কেট থেকে পেমেন্টর দেয়ার তুলনায়। আপনি যদি সরাসরি মার্কেট প্লেস থেকে ব্যাংকে পেমেন্ট দেন তাহলে ডলার রেট পাবেন 74.74 টাকা কিছুটা কম/বেশি, আর Payoneer থেকে দিলে প্রায়ই 77+ টাকা রেট পাওয়া যায়।
৫. Payoneer থেকে বাংলাদেশে যে কোন ব্যাংকে টাকা পাঠালে বর্তমানে কোন চার্জ কাটে না, সম্পূর্ণ ফ্রি।
৬. আপনি Payoneer থেকে আপনার যে কোন ব্যাংকে টাকা তুলতে পারবেন, যেমন: ব্র্যাক, ডার্চ-বাংলা ব্যাংক, ইসলামি ব্যাংক, ইত্যাদি।
৭. চাইলে সরাসরি বাংলাদেশে যে কোন ব্যাংকের ATM, Both থেকেও এই কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন।
৮. আবার বিশ্বের বিভিন্ন স্থান/ওয়েব সাইট থেকে ভিবিন্ন জিনিস ক্রয়ও করতে পারবেন।
৯. এটাতে USD এবং EUR দুই কারেন্সিতে লেনদেন করতে পারবেন।
১০. পূর্বে পেপালও ভেরিফাই করা যেতো, কিন্তু বর্তমানে যায় কিনা আমি সিওর না।
১১. কারো রেফারেলে রেজিস্ট্রেশন করলে ২৫ ডলার বোনাস পাবেন।
আরো আছে বেশি বাড়ালাম না, বাকিটা নিজে রিসার্চ করে যেনে নিবেন।
Payoneer Master Card এ বোনাস পাবেন কিভাবে?
১. প্রথমে আপনাকে যে কোন মার্কেট প্লেস থেকে কম পক্ষে ১০০ ডলার রিচার্জ করতে হবে, তাহলে আপনার ১০০ রিচার্জারের ২৪/৪৮ ঘন্টার মধ্যে আপনি বোনাস পাবেন।
২. আপনি এক সাথে ১০০ লোড করতে না পারলেও ভেঙ্গে ভেঙ্গে লোড করতে পারবেন খুচরা হিসেবে।
Payoneer Master Card লোড করবেন কিভাবে?
১. প্রথমে যে কোন মার্কেট প্লেস থেকে লোড করতে হবে যতক্ষণনা ১০০ ডলার পূর্ণ হয়, ১০০ ডলার পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি অন্য কারো Payoneer থেকে ডলার ট্রেন্সফার করতে পারবেন না।
২. শুনেছি প্রথম লোড আপনি Skril থেকেও করতে পারবেন, আপনার যদি Skril এ একাউন্ট থাকে তাহলে আপনি অন্য কারো কাছ থেকে Skril ডলার ক্রায় করে Payoneer এ লোড করতে পারবেন, এতেও বোনাস পাবেন, তবে আমি এটা সিওর না। Skril এ একাউন্ট না থাকলে Signup করতে চাইলে এখানে ক্লিক করুন।
Payoneer রেজিস্ট্রেশন করতে আপনার কি কি দরকার হবে?
১. ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ড্রেরাইভিং লাইসেন্স, এই তিনটির মধ্যে যে কোন একটির scan copy.
Payoneer এর চার্জ কাটে কেমন?
অনেকেই বলে তাদের কার্ড থেকে বাৎসরিক হিসেবে 29.95 ডলার কেটে নেয়, আবার অনেককে শোনা যায় তাদের ৩/৪ বছরেও কোন চার্জ কাটে নি, শুধু প্রথম বছর 29.95 ডলার কাটছিলো, চার্জ সবার’ই দেয়া লাগে, কারো ইয়ারলি কাটে, আর যাদের ইয়ারলি কাটে না তাদের অনেক পথে কাটে যেমন: মান্থলি মেইটেন ফি, ট্রেন্সজাকশন ফি, অন্য কোথাও যেমন নিটেলারের বা যে কোন যায়গাতে পেমেন্ট/ট্রেন্সেফার করতে গেলে বর্ডার ক্রোস ফি কাটে। অনেক রকম চার্জ আছে, মূলত মনে হয় payoneer দুইটি ব্যাংকের সাহায্যে কার্ড ইসু করে থাকে, একটি ব্যাংকের কার্ডে বাৎসরিক চার্জ কাটে, আর অন্য একটি ব্যাংকের বাৎসরিক চার্জ গুলো নেই, তবে অন্য ব্যাংকটির মধ্যে উপরের উল্লেখিত খাতসহ আরো কিছু খাতে টাকা কাটে, তারা শুধু বাৎসরিক চার্জ কাটে না, এটা নিয়ে আমি এবং তারেক হাসান নামে এক ভাই payoneer এর সাথে অনেক যোগাযোগ করার পরে সাপোর্ট সেন্টার থেকে এটা জানিয়ে ছিলো, যা ৯০%+ মানুষ জানে না, এবং বিষয়টি বোঝে না। আপনার কার্ডটি কোন ব্যাংকের মাধ্যেমে তারা ইসু করেছে তা আপনার কার্ডের পিছনে লেখা আছে, দেখে নিতে পারেন।
বর্ডার ক্রোস ফি বলতে কি বুঝায়?
আপনার কার্ডটি যদি USA এর ব্যাংক একাউন্টে করা হয়ে থাকে (এটাতো অবশ্যই ইউ এস এর, বাংলাদেশের কম্পানি না), এবং মনে করুন আপনি একটি সাইটে পেমেন্ট করবেন সেই সাইটটি বা পেমেন্ট মেথডটি হলো ইউকে তে, তাহলে এক দেশ থেকে অন্য দেশের বর্ডার ক্রো ফি কাটে যেই সকল কার্ডে ইয়ারলি ফি কাটে না। আরো এমন কিছু তথ্য আছে, যা লিখতে অসুবিধার কারনে লিখলাম না। ধন্যবাদ।
তাহলে আর কথা না বারিয়ে কাজে চলে যাই।
আমি বোনাস কিভাবে পাবো?
আপনার একাউন্টটি যদি কারো রেফারেলে করে থাকেন, তাহলে আপনার কার্ডে ১০০ ডলার লোড করলেই আপনার কার্ড থেকে তাদের বাৎসরিক চার্জ 29.95 ডলার কেটে নিবে, এবং একদিন পর আপনি 25 ডলার বোনাস পাবেন, রেফারেলে একাউন্ট করার জন্য।
১০০ ডলার কি এক সাথে লোড করতে হবে? নাকি খুচরা লোড করলেও হবে?
আপনি চাইলে খুচরাও লোড করতে পারেন যেমন: 20/30/40/50 ডলার ইত্যাদি, টোটাল আপনার একাউন্টে ১০০ ডলার হলেই তখন বোনাস পাবেন। তবে কার্ড একটিভ হওয়ার ৯০ দিনের মধ্যে ১০০ ডলার পূরণ করতে হবে। (এখানে ৯০ দিনের সময় সীমা সম্পর্কে আমি ১০০% সিওর না, তবে আমি অন্যদের কাছে শুনেছি)
[কোথাও কোন বানান ভুল পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবন]
Registration for Payoneer Master Card
প্রথমে Signup করতে এখানে ক্লিক করুন করুন। নিচের ছবিটি দেখুন।
এবারে আপনি কার্ড দিয়ে কি করবেন তা জানতে চাইবে, এখানে Payoneer Master Card সিলেক্ট করুন
এরপরে যে ফরমটি আসবে সেই ফরমটি পূরর্ণ করুন একদম আপনার আইডি কার্ড অনুসারে, যদি আইডি না থাকে তাহলে ড্রেরাইভিং লাইন্সেস, পাসপোর্ট যে কোন একটি থাকতে হবে। যদি এমন কিছু না থাকে তাহলে হবে না। তাহলে আপনার এই সকল ইনফোরমেশন মত সব কিছু ঠিক কি দিন।
এবার Next পেস করুন।
তারপর নিচের পিক্সারের মত এই ষ্টপও পূরর্ণ করুন
এখানে ঠিকানটা দিবেন এমন ভাবে যেন আপনাকে ঐ ঠিকানায় এসে কেহ খুজলে পাওয়া যাবে, যেমন আমি দিলাম।
কওমি মাদরাসা, ছোট চৌরাস্তা, টাউন কালিকাপুর, পটুয়াখালী।
শেষ হলে Next প্রেস করুন।
এবার এই ধাপটিও পূরর্ন করুন
সকল তথ্য গুলোই গুরুত্ব পূর্ণ তাই সব কিছু সেইভ করে অথবা লিখে করে রাখুন।
এবার next প্রেস করুন।
পরবর্তী ধাপ দেখুন,
প্রথমে আপনার যে কার্ড আছে যেমন: ন্যাশনাল আইডি কার্ড/পাসপোর্ট/ড্রেরাইভিং লাইন্সেস ইত্যাদি সিলেক্ট করুন, এরপরে সেই কার্ডের নাম্বার লিখুন, কোন দেশ থেকে কার্ড নিয়েছেন সেই দেশ (বাংলাদেশ) সিলেক্ট করুন।
নিচে দেখুন সিপিং এ্যডড্রেস নামে একটি অপশন আছে। আপনি যদি অন্য কোথাও থেকে থাকেন যে, আপনার আইডির ঠিকানা বাড়িতে, কিন্তু আপনি থাকেন ঢাকাতে, আর আপনি কার্ডটি পেতে চান ঢাকার ঠিকানায় তাহলে সিপিং টা সিলেক্ট করুন তাহলেই ঠিকানা চাইবে, আপনি ওখানে আপনার ঠিকানা দিন। আর উপরে যে ঠিকানা দেয়া হয়েছে তা অবশ্যই আপনার আইডির ঠিকানা হতে হবে।
সব শেষে নিচে দেখুন তিনটি অপশন আছে সব গুলোতে টিক দিন। এবার ফিনিস এ ক্লিক করুন। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনাকে রিডায়রেক্ট করে লগইন পেজে নিয়ে যাবে
Security Questions
পূর্বেই একটি সিকুরেটির প্রশ্ন লিখে ছিলেন, এখন লগইন করুন তারপর আরো দুইটি সেট করুন, সকল ইনফো অবশ্যই সেইভ করে রাখবেন, কারন পরবর্তীতে সব কিছু যে কোন সময় দরকার হবে। বিশেষ করে কোন সমস্যায় পরলে সাপোর্ট সেন্টারে যোগাযোগ করলেই আগে এই সকল ইনফো জানতে চাইবে।
মনে রাখবেন, লগইন করতে গেলে সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চায়, অনেকেই ভয় পেয়ে যায়, ইউজার আবার কি? আমিতো এমন কিছু দেই নি। ইউজার নেম হলো আপনি যে ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেইলই ইউজার নেম।
সেখানে ই-মেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
লগইন করলেই নিচের মত পেজ আসবে সেখানে দুটি প্রশ্ন সিলেক্ট করুন, এবং সাথে তার উত্তর দিন। (যদি লগইন করার সাথে সাথে না আসে তাহলে একাউন্ট থেকে একাউন্ট ইনফোরমেশনে ক্লিক করুন)
এবার সাবমিট এ ক্লিক করুন ব্যাস কাজ শেষ।
এবার অপেক্ষা করুন, আপনার সকল ইনফো তারা রিভিউ করবে
এবং আপনার কাছে এমন একটি ই-মেইল যাবে
Document Upload
কিছু দিনের মধ্যে আপনার ই-মেইলে এমন একটি মেইল আসবে তখন আপনি যে কার্ডের নাম/নাম্বার দিয়ে ছিলেন সেই কার্ড SCAN করে দুই পিটই এ সাথে করে Upload link এ ক্লিক করে আপলোড করে দিন। (পূর্বে এটা বাধ্যতামূলক ছিলো, কিন্তু ইদানিং দেখা যায় অনেকের এই মেইলটি আসে না, এবং কোন রকম ডকুমেন্ট চায় না, ডকুমেন্ট ছাড়াই কার্ড এপরুভ করে দেয়)
সব শেষে সাবমিট করুন।
এরপর আবার আপনার আইডি সহ সব কিছু রিভিউ করবে, কিছু দিনের মধ্যে আপনাকে একটি মেইল দেয়া হবে যদি আপনার সকল ইনফো ঠিক থাকে তাহলে আপনার রেজিস্ট্রেশনটি তারা এপরুভ করবে, এবং জানিয়ে দিবে, আপনার কার্ড এপরুভ হয়েছে, আপনি কত তারিখের মধ্যে কার্ডটি পাবেন, যদিও এখানে বলে আপনি USA এর বাহিরে হলে ২৫ দিনের মত লাগবে, এখন সম্ভবত সর্বচ্চ ১০ দিনের মধ্যে পাওয়া যায়।
আপনি লগইন করেও দেখতে পারবেন আপনি কোন অবস্থানে আছে।
এবং আপনি কার্ডটি কত তারিখ হাতে পাবেন সেই তারিখ দেখতে www.payoneer.com ভিজিট করুন এবং আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন View your status এ ক্লিক করুন তাহলেই দেখতে পাবেন।
USA এর মধ্যে হলে 10-15 দিনের মধ্যে পাওয়া যায়, আর USA এর বাহিরে হলে 25-30 দিন লাগে। আমি পেয়ে ছিলাম 13দিনের মধ্যে তাই আমাকে USA USA লাগতেছে :পি :পি ।
Payoneer Master Card Receive
এখন আপনার আরো একটি কাজ করতে হবে, তা হলো আমাদের বাংলাদেশের পোষ্ট অফিসের কাজ তেমন সুবিধার না, তারা ঠিক সময় বা সঠিক ব্যক্তির কাছে পার্সেল পৌছাতে মাঝে মাঝে ভুল করে, তাই আপনি ৫/৬ দিন পরে পোষ্ট অফিসে যোগাযোগ করে আপনার নাম এবং ফোন নং দিয়ে আসবেন, আপনার এলাকায় যে লোক চিঠি বিলি করে তার সাথে কথা বলবেন, তার ফোন নং নিয়ে আসবেন, এবং তাকে প্রয়োজনে 20 টাকা হাতে ধরিয়ে দিয়ে আসবেন, যে আমার নামে কিছু দিনের মধ্যে একটি চিঠি আসবে, যদি আসে একটু কষ্ট করে আমার ফোনে একটি মিসকল দিয়েন, তাইলে সে খুশিতে খুশিতে মিস দিবে। আমি শুদু আমাদের এলকার ডাক পিয়নকে বলেছি, আবুল বাশার নামে যদি বাহিরের দেশে থেকে কোন চিঠি আসে, এবং ঠিকানা আমাদের এলাকার হয়, তাহলে কওমি মাদরাসায় যে কোন শিক্ষকের কাছে দিলেই হবে, কিন্তু সে একদম আমার বাসায় দিয়ে গেছে
Payoneer Master Card Active
যখন চিঠিটি হাতে পাবেন তার ভিতের আপনি এমন একটি কার্ড লাগানো দেখতে পাবেন সেই কার্ডটি হাতে নিন।
কার্ডটি হাতে নিয়ে Active করার জন্য প্রথমে ভিজিট করুন www.payoneer.com এবার লগইন করুন।
View Status এ ক্লিক করুন,
এবার নিচে মত আসবে।
এবারে উপরের ঘরে আপনার মাষ্টার কার্ডের সম্পূর্ণ নাম্বার লিখুন।
নিচের দুই ঘরে চার সংখ্যার চারটি পিন দিন, যেটি সব সময় আপনার টাকা উত্তোলন করতে গেলে দরকার হবে।
এবং সব শেষে নিচের ঘর দুটিতে টিক দিন এবারে Active এ ক্লিক করুন। কাজ শেষ। এখন থেকেই ব্যবহার করতে পারবেন।
Payoneer Master Card শর্তকর্তা
১. কার্ডটি কখনও কারো হাতে দিবেন না, কারন আপনার কার্ডের নাম, সম্পূর্ণ নাম্বারটি, কার্ডের মেয়াদ শেষের তারিখ, এবং পিছনে ৩টি গোপন পিন লেখা থাকে, এই বিষয় গুলো কেহ জানতে পারলে বা যদি লিখে নেয়, তাহলে আপনার কার্ড থেকে অনলাইনে কেনাকাটা করতে পারবে, আপনি মাঝে মাঝে দেখবেন আপনার কার্ডের টাকা হওয়া 😮
২. আপনার কার্ডের পিন কখনও কাউকে বলবেন না বা শেয়ার করবে না।
৩. আপনার Payoneer একাউন্টে কখনও অন্য কারো পিসি থেকে লগইন করবে না, তাহলে আপনার একাউন্টটি যে কোন সময় ব্যান হয়ে যেতে পারে। আবার তার পিসিতে কোন ভাইরাস জাতিও স্ক্রিপ্ট যদি ইন্সটল বা রান থাকে তাহলে আপনার ইউজার এবং পাসওয়ার্ড চলে যেতে পারে হ্যাকারের হাতে।
৪. যথা সম্ভব Payoneer থেকে সরাসরি আপনার ব্যাংকে টাকা তোলার চেষ্টা করবেন, কারন বাংলাদেশি ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে গেলে মাঝে মাঝে টাকা আটাকে যায়, বিশেষ করে ডার্চ-বাংলা ব্যাংকের এই সমস্যাটা বেশি। তুলতে পারেন ব্র্যাক অথবা সব থেকে ভালো হয় স্টান্ডার চার্টার ব্যাংক, বা উন্নত ব্যাংকের বুথ।
Payoneer Master Card কিছু সমস্যা এবং সমাধান
১. যদি দেখেন কখনও আপনি টাকা তুলতে গেলেন কিন্তু আপনার টাকা আটকে গেছে, মানে কার্ড থেকে টাকা কেটে নিছে, কিন্তু আপনি বুথ থেকে টাকা পাননি, তাহলে ঐ ব্যাংকের সাথে যোগাযোগ করে কোন লাভ নেই, আপনি খুজে দেখুন ঐ বুথের যে কোন যায়গাতে একটি বুথ আইডি লেখা থাকে সেটা লিখে নিন এরপর আপনি সরাসরি Payoneer এর সাথে সাপোর্ট সেন্টার যোগাযোগ করবেন, তারা আপনাকে একটি ফর্ম দিবে, ওটি পূরন করে তাদের মেইল করবেন তাহলে আবার টাকা আপনার একাউন্টে রিটান চলে আসবে, অবশ্য এটা অটোমেটিকই আসে কোন রকম আবেদন ছাড়াই, প্রয়োজনে ৩ দিন অপেক্ষা করতে পারেন, ৩ দিনের মধ্যে না পেলে যোগাযোগ করুন। এটা নিয়ে আরো বিস্তারীত লিখবো, অন্য কোন সময়, এখন পোস্টটি বড় করলাম না।
ধন্যবাদ সবাই ভালো থাকবেন।
[আবার আসবো কিভাবে পেপাল Account বাংলাদেশ থেকেই খুলবেন, এবং তা ভেরিফাই করবেন?]
[বি: দ্র: একটি আইডি কার্ড দিয়ে একবার’ই apply করা যায়, যদি কোন ক্রোমে কার্ড না আসে তাহলে তাদের সাপোর্ট সেন্টারে কথা বলুন, তাহলে তারা আবার পাঠাবে। আর 25ডলার বোনাস পাবেন যখন আপনি মাষ্টারকার্ড Active করবেন তারপর সর্ব প্রথম যদি আপনি 100 ডলার রির্চাজ করেন তাহলেই 25 ডলার বোনাস পাবেন।]
যদি আপনার একাউন্টে কোন সমস্যা হয় তাহলে বাংলাদেশিদের জন্য রয়েছে বিশেষ সাপোর্ট, তবে অবশ্যই পূর্বে payoneer.com গিয়ে সাপোর্টে যোগাযোগ করতে হবে, যদি সেখান থেকে কোন সমাধান না পান তাহলে এখানে যোগাযোগ করতে পারেন। PayoneerSupportBD
পোষ্টটি যে কেহ কপি করি নিজের ব্লগে পোষ্ট করতে পারবেন, কিন্তু শর্ত হলো, পোষ্টে কোন যায়গা থেকে কিছু এডিট করা যাবে না। এবং এই পোষ্টের লিংক উল্লেখ্য করে বলে দিতে হবে, পূর্বে এই লিংকে প্রকাশিত।
tag: Payoneer Master Card Apply id upload, Payoneer Master Card Active, $25 Bonus, Payoneer Free Master Card, পেউইনার মাষ্টার কার্ড নিন ফ্রিতে
nice post,thanks bashar bhai
আপনাকেও ধন্যবাদ।
আমি একবার পেওনার এ এপ্লাই করেছি, ওডেস্ক এর মাধ্যমে। 1 মাস এর বেশী সময় হয়ে যাচ্ছে কিন্তু এখনও এপ্রোভ হচ্ছে না। আমি কি আরেকবার এপ্লাই করব/করতে পারব?
একই আইডি কার্ড দিয়ে একাদিক এ্যকাউন্ট করা যাবে না।
ভাই আমি 1 september একটা আইডি খুলেছি কিন্তু আমার আইডি এখনো দ্বিতীয় ধাপে আছে ৩য় ধাপে যাচ্ছেনা কেন ?
অপেক্ষা করুন, আপনাকে একটি ই-মেইল দেয়া হবে, সেখানে দেখবেন Upload link নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করে আপনাকে ইমেজ আপলোড করতে বলবে, সেখানে আপনার ভোটার আইডি আপলোড করে দিবেন।
আপনার কাছে আসা শেষ ইমেইলটি কি ছিলো? এবং আপনি কি আপনার আইডি সাবমিট করে ছিলেন?
ভাই আমার email এর তিন নম্বর লেখা আছে
Step3: Delivery. you are hare
Your card is estimated to arrive between 30Sep2014 and 07Oct2014.
আমার প্রশ্ন হল আমি কি ৩০ আর ৭ তারিখের মধ্য যে কোন একদিন পাব। নাকি আমাকে আরও ২০ থেকে ২৫ দিন অপেক্ষা করতে হবে।
আপনার apply যেদিন এপরুভ হয়েছে তার 10-15 দিনের মধ্যে পাবেন।
আপনি অবশ্যই পোষ্ট অফিসের সাথে যোগাযোগ রাখুন।
মোঃ আবুল বাশার vai apnar post ti pora kub valo laglo.
পেপাল Account খোলা এবং ভেরিফাই করার post ti তাড়াতাড়ি past koran …. Please
😀 ok Thanks for Comment.
আপনের যথেষ্ঠ ধৈর্য্য আছে। এতো বড় পোষ্ট করতে কয় ঘন্টা পরিশ্রম করতে হয়েছে?
Thanks for comment.
ভাই India তে আছি কিন্তু Contact Details এ country এর মধ্যে India নাই।
kon details a?
ভাই recharge করবো কোথায় থেকে
market place thake.
ভাই কার্ড যদি ব্যাবহার না করি তাহলে কি কার্ড বাদ হয়ে যাবে…?
na, tobe $100 1st recharge kore hoy ota na korle card active hobe na.
taka recharge na korle active hobe na?
Active hobe but lan-den korte parben na.
বাশার ভাই দয়া করে আপনার ফেইসবুক আইডিটা একটু দেন। একটু দরকার ছিল।plzz
অথবা ফেইসবুকে আমাকে message দিয়েন wws.fb.com/Shojibhasan97
vai amr card payci .but akon card ta load korbo kivabe.
apne ke kaj koren?
vaia 100 $ er beshi ki odesk theke reacherge korle 25 $ bonus pawa jabe ki??kindly bolben
hm sorbo ninmo $100, r besi ja korte paren. kono limit nai, apne ke amar ai post dekhay e signup kore selen?
ha vaia ami apnar ei post dekhe sign up korecilam
apne ke odesk a kaj koren?
vaia kindly paypol er sign up korar system gulo jodi post korten tahole khub valo hoto..
Thanks a lot brother..
chesta korbo.
Doya kore Apner Number Ta din Otoba Amak Ekta call Din 01762209400
Ami ekta bishoy jante chassi Ami recharge korbo ki babe? apni market market place bollen but ami eta bujtasi na
আপনি কার্ড পেয়েছেন?
vai , market place kothai?
market place kothai?
odesk.com, fiverr.com, freelancer.com, elance.com এই সকল সাইটে কাজ করে ইনকাম করতে হবে, সেই সকল ডলার আপনি এই কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
Bashar vai, Assalamualaikum, kemon achen? Need Help.Ami Payoneer-a apply korechilam, 1st mail-a bolechilo : ami Step-2-te achi. Erpor ID card Scan kore verification-er j mail-ta ashe, oita r asheni. Ekidin 2nd mail pelam, jekhane bollo : Your Payoneer Debit card has been declined. Ekhon ami ki korte pari? ami Payoneer-keu reply diyecilam j ami akhon ki korbo? kintu 7 days hoye gelo ekhono kono reply paini.
তাদের সাথে লাইভ চ্যাটে কথা বলুন। যে আপনার কার্ডটি কেন ডিগলাইন করা হলো?
vaia ami sign up koreci ekhoon amar account ekhon 3 no dhape ace.status a dekhasce card estimeted arrived between 22-01-2015 to 29-01-2015.er mane ki eitariker moddhe card post office asbe?please details bolben
হুম, তবে আগে থেকেই পোষ্ট ম্যানের সাথে যোগাযোগ রাখুন।
ভাই আমি সাইন আপ করতে চাই প্লিজ আমাকে লিংক দিন প্লিজ
কি করবেন আপনি কার্ড দিয়ে?
ভাই আমার কাড হাতে আসছে । আক্টিভ ও করছি কিন্তু একাউন্টে টাকা ০০। টাকা কই ? আর বেঙ্ক একাউন্টের সাথে এটা এড করা যাবে কি না ?
আপনি পোষ্টটি সম্পূর্ণ না পড়েই কাজ করেছেন, ওখানে লেখা আছে দেখুন, ১০০ ডলার রির্চাজ করার পরে আপনি ২৫ ডলার বোনাস পাবেন। আর এটাতে লোড করার পদ্ধতি হলো, বিভিন্ন মার্কেট প্লেস থেকে। আপনি যদি অনলাইনে কোন মার্কেট প্লেস থেকে ইনকাম করেন সেই ডলার এটাতে পেমেন্ট নিতে পারবেন।
মো:আবুল বাশার ভাই,
আমি কাতার থাকি আমি যদি এটার জন্ন আবেদন করি ওরা কি পাঠাবে আমার কাছে
হুম, কিন্তু আপনি ভোটার কোথায়?
আমি বাংলাদেশের ভোটার
তাহলে, এই ঠিকানা দিয়ে করবেন, এবং সিপিং ঠিকানা আপনি বর্তমানে যেখানে আছেন সেখানে দিবেন।
ভাই আমি oughtsourceing এর কাজ করছি আল্প কিছু দিন তাই আমার একটি master card দরকার আপনি যদি একটু help করতেন।
উপরে কমেন্টে আমার ফেসবুক লিংক দেয়া আছে, সেখান থেকে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন।
আবুল বাশার ভাই,আপনার নির্দেশনা আনুযায়ি Payoneer Master Card এর জন্য আবেদন করছি,এটা পেতে হলে কি কোন চার্জ দিতে হয় ?
পোষ্টের ভিতরেই বিস্তারিত লেখা আছে, আশা করি মন দিয়ে পড়লে সকল তথ্য পাবেন।
ভাই পোস্টটি ভালভাবে পড়ে এপ্লাই করেছি. আপনর এই পোস্টে দেওয়া লিংকটা ব্যবহার করেই আবেদন শেষ করেছি । ইমেইল পেয়েছি কোনদিন প্রদান করবে তার তারিখ ও দিছে কিন্তু আইডি কার্ডতো আপলোড করতে বলে নাই । ১ নাম্বার ২ নাম্বার রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাচ্ছে শুধু ৩ নাম্বার টা বাকি আছে ।।
আপনার কাছে যে সকল মেইল আসছে সকল মেইল ভালো করে চেক করুন। আপলোড লিংক পাঠিয়েছে কিনা।
পাইওনিয়ার কার্ডের জন্য কি আইডি কার্ড লাগবে?
হুম, আইডি/পাসপোর্ট/ড্রেরাইভিং লাইসেন্স এর যে কোন একটি।
ভাই আমি ত National আই ডি কার্ড scan করে আপলোড দি নাই কিন্তু গতকাল আমার Payooneer কার্ড হাতে পেলাম।তবে আই ডি কার্ডের নাম্বার দিছিলাম।
আপনার মেইলে দেখুন আইডি কার্ড আপলোড চেয়ে অবশ্যই একটি লিংক সেন্ড করেছে, ওটা না করলে পরবর্তীতে আপনার একাউন্ট লক হতে পারে।
আমি যদি Payooneer কার্ড থেকে Payooneer রে 100 ডলার টাকা পাঠায় তাহলে 25 ডলার দিবে ভাই?
আপনি প্রথমে মার্কেট প্লেস থেকে লোড করাতে হবে। প্রথমে Payoneer প্রথমে লোড করতে পারবেন না।
আমি যদি Payoneer মাধ্যমে Payoneer রে পাঠালে হবে?
প্রথমে আপনার কার্ডে 100 ডলার যে কোন মার্কেট প্লেস থেকে লোড করতে হবে, তারপর আপনি যে কোন payoneer থেকে লোড করতে পারবেন, যতক্ষণ না কোন মার্কেট প্লেস থেকে 100 ডলার লোড না করবেন ততক্ষনে আপনার কার্ডে অন্য কোন payoneer একাউন্ট থেকে ডলার পাঠাতে পারবে না। ইরোর আসবে।
আপনার পোস্ট থেকে অনেক কিছু জানলাম|পোস্ট থেকে আরো জানলাম আপনার দুরদর্শী চিন্তা গুলো।এগুলো আমাদের অনেক প্রয়োজন।আপনাদের অনেক উপকারে আসতে পারে,অনেক সহজেই পেয়ে যেতে পারেন অনেক কিছু।
আপনার কমেন্টের শেষ দিকটি বুঝলাম না।
assalamu alaikum
sorbonimno koto $$ load dile card diye lenden korte parbo?? amar fiverr account e 20 $$ ase… oita recharge korlei ki hobe … R oi 20 $$ ki tule nite parbo??? please janaben..
$100 dollar
উপরের কমেন্ট গুলো পড়ুন, তাহলে আরো জানতে পারবেন।
ভাই আমি কার্ড পেয়েছি কিন্তু কোন ডলার নেই এই জন্য মার্কেট থেকে ডলার নিতে হবে কিন্তু কিভাবে ওই মার্কেটের ঠিকানা ওয়েবসাইট পাবো আপনি একটু বলেন?
ভাই আসসালামুআলাইকুম।
আমি আমার Payoneer Card টা আজকে activated করছি।আমি যদি এটা use না করি অথবা কোন কারনে 100 ডলার রিচার্জ না করি তা হলে কি আমাকে কার্ড বাবদ কোন ফি দিতে হবে অথবা জরিমানা দিতে হবে।
90 দিনের মধ্যে রিচার্জ করতে হবে, নয়তো কার্ড সহ একাউন্ট ডিএকটিভ করে দিবে।
ভাই আমি কার্ড পেয়েছি কিন্তু কোন ডলার নেই এই জন্য মার্কেট থেকে ডলার নিতে হবে কিন্তু কিভাবে ওই মার্কেটের ঠিকানা ওয়েবসাইট পাবো আপনি একটু বলেন। এই টার উত্তর পেলাম না
market odesk.com/fiverr.com/freelancer.com etc….
পোষ্ঠটি আমি পড়েছি আমি আগে জানতাম না কিভাবে এটি করতে হয়। এখন আমি সব ভালভাবে বুঝতে পেরেছি।
Thanks
Thanks
vai ami ajkei master card order diyechi…..1st steps completed but 2nd steps to email asse na vai…….to 2nd steps email ta kobe dibe…….
vai apnar post niyo mito pora hoy……apni onek kosto kore post likhen…… apnar post gulo…… 99% right post…….thanks abul basar vai…….all the best…….
আপনি মনে হয় পোষ্টটি ভালো করে সম্পূর্ণ পড়েন নি। আপনাকে মেইল দেয়া হয় কিছু দিন পর এতে 7 দিন পরও আসতে পারে আবার 15-20 দিনও লাগতে পারে কোন ঠিক নেই।
vai pore si and sei onusare kaj kore si 2 steps porjonto but email to dai na
ইমেইল সাথে সাথে আসবে না, এটাতো এর আগের কমেন্টও বললাম। ইমেইল আসতে সময় লাগবে। কত দিন সময় লাগবে, তা উপরের কমেন্টটি দেখুন তাহলেই বুঝতে পারবেন।
vaiya akhon mail asse bolese 18may to 25 may
মেইল এর একটি স্ক্রীনশর্ট দিন। এবং আপনার পেইউনারে লগইন করে লাল দাগের একটিভের উপরে ক্লিক করে আরো একটি স্ক্রীনশর্ট নিন, এরপর এখানে কমেন্ট দিন।
vai ami mirpur-1 a thaki but ami to post office chini na….
ai web site a keo ki asen vai mirpur-1 ar ase pase post office ase naki…… please keo jodi bolen……aktu……
আসসালামু আলাইকুম, মার্কেট প্যালেসে কি নিজের একাউন্ট থেকে রির্চাজ করতে হবে? নাকি যেকোন অ্যাকাউন্ট থেকে রির্চাজ করা যাবে ? pls একটু বলেন-
যে কারো একাউন্টে যদি আপনার কার্ড এ্যড হয় তাহলে পেমেন্ট নতে পারবেন।
ভাই Payoneer master card er modda টাকা রিচার্জ করবো কিভাবে ?
পোষ্টে লেখা আছে, সম্পূনটা ভালো করে পড়েন, আশা করি পেয়ে যাবেন।
ভাই মনেকরেন আমার কাছে কেউ ব্যাংক থেকে টাকা পাঠাবে,
তখন আমি তাকে কি দিলে সে আমার কাছে টাকা পাঠাতে পারবে ?
আমি তাকে টাকা পাঠানোর জন্য কোন Documents গুলো পাঠাবো ?
আমি কি এই payoneer card টি আমার ব্যাক্তিগত লেনদেনের কাজে use করতে পারি যেরকম আমরা অন্যান্য ব্যাংকের master card গুলো use করি ?
প্রথম একটিভ করতে আপনাকে কোন মার্কেট প্লেস থেকে 100 ডলার লোড করতে হবে, তার আগে আপনি কোন ব্যাংক বা অন্য কারো কাছ থেকে কোন ধরনের লেনদেন করতে পারবেন না। আর ১০০ ডলার হয়ে যাওয়ার পর, আপনাকে কেহ ডলার সেন্ড করতে চাইলে তাকে আপনার US Payment Service নামে একটি অপশন পাবেন, সেখান থেকে আপনার ব্যাংক একউন্ট পবেন, ঐ তথ্য তাকে দিলে সে পাঠাতে পারবে।
ধন্যবাদ ভাইআ ||আমি আজ রেজিষ্টার করলাম||| তারিখ দিয়েছে ১ জুন এবং ৮ জুন|.| কার্ডের আশায় আছি|||তবে id এর scan কপি চায় নি|
না চাইলে দেয়া লাগবে না।
একটা ইমেইল এসেছে এখন কি করব? ইমেইলে লেখা আছে md ____ you re just 1 step away from your earning 25$ refeeral reward.. এখন কি করব|||x
ভাই upload link আসতেছে না কেন?,,,,,,
পোষ্টটি ভালো করে পড়ুন।
ভাই আপনা fb এর ঠিকানাটা দেন । উপরের comment এ পাইনা।
https://www.facebook.com/profile.php?id=100001390268821
Bai neobux a ad a click korle “flash detection failed” ar solve ki
সেটা ভাই আমি কেমনে বলবো? সেই পোষ্ট কি আমি করেছি? আর আমিতো এটা নিয়ে কোন কাজ করি না। 🙁
Assalamu walaikum!,,,, bai bitcoin হতে withdraw করার post dile খুব উপকার হত
বিট কয়েন সম্পর্কে আমি জানি না। তাই এটা সম্পর্কে আমি কিছু বলতে পারি না।
screen এ “please disable your adbolck” আসলে কি করণীয়
কোন স্ক্রীন? একটি স্ক্রীনশর্ট দিন।
আপনার ব্রাউজারে মনে হয় Addblock ইন্সটল করা আছে, এটা বন্ধ করতে বলে।
যাজাকাল্লাহ! অনেক উপকৃত হলাম, ট্রাই করে দেখি, কাজ কত দুর হয়
যাজাকাল্লাহ!
Vai My Account login korechilam kintu sekane Username email address dibo naki je name Registration korechilam sei name dibo ?
টিউনটি সম্পূর্ণ ভালো ভাবে পড়লে এই প্রশ্নের উত্তর উপরেই দেখতে পেতেন। কিন্তু আপনারা সম্পূর্ণ পোস্টটা পড়েন না। এতো কস্ট করে এতো বড় টিউন আমরা লিখতে পারি, কিন্তু ভিজিটরা কস্ট করে পড়বে তাতেও তাদের কস্ট হয়।
ইউজার নেম= ইমেইল।
টিউনটি পড়ে আমি খুবই উপকৃত–“ধন্যবাদ” post author -কে
আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।
vi ami paynoneer card paisi but kivabe take load korbo
উপরের পোষ্ট পড়ুন তাহলে যানতে পারবেন।
আসসালামু আলাইকুম,
ভাইয়া আমি কার্ড হাতে পেয়েছি। এখন আমি বাংলাদেশে অন্য মাস্টারকার্ড (যেকোন ব্যাংকের) ব্যবহারকারী থেকে কি টাকা আমার কার্ডে নিতে পারব? পারলে কিভাবে?
বাংলাদেশী কোন ব্যাংক থেকে এখানে টাকা লোড করতে পারবেন না, দয়া করে উপরের সম্পূর্ণ পোস্টটি পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে, শুধু চোখ বোলালেই হবে না। আপনার সকল প্রশ্নের উত্তর উপরে অনেক আগেই দিয়েছি, মনোযোগ দিয়ে পড়লে আপনার কষ্ট করে এই কমেন্টটিও করা লাগতো না 🙂
খুব কাজের একটি post দিয়েছেন ভাই।।
অনেকের কাজে লাগবে।
তবে আমি এই মেথডে করেছিলাম হোয়েছে ,আমার সব রেডি হতে ১৮ দিন সময় লেগিছিলো ।
আর ভারতে কনো Bank Account করলে ১মেই ভিসা বা মাসটার কাড দিয়ে দেই। জেহেতু এ দুটি ইন্টারন্যাশনাল কাড।
HM, Good.
Thanks. I get my card.