আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনার কম্পিউটারেও ইন্টারনেট ব্রাউজারের মত ট্যাব অপশন একটিভ করতে পারেন, আমাদের কম্পিউটারে বিভিন্ন সময় কাজ করতে গিয়ে দেখা যায় একাধিক ফোল্ডার এক সাথে খোলা রাখার প্রায়োজন হয়, তা সব গুলোই নতুন নতুন ইউন্ডোতে ওপেন থাকে তাই সব গুলো মিনিমাইজ করে কাজ করতে হয়, বা প্রতিটি আবার উঠিয়ে উঠিয়ে দেখতে হয়, আপনার যেটি প্রয়োজন সেই উইন্ডোটি পেতে সময় লাগে, আর ইন্টানেট ব্যবহারের সময় ব্রাউজারের ট্যাব সুবিধা থাকার কারনে সকল কাজ’ই আপনি একটি উইন্ডোতে করতে পারেন, তাই কাজ করতেও সুবিধা হয়, তাই আজ দেখাবো আপনি কিভাবে সেই সিষ্টেমটি আপনার কম্পিউটারে করতে পারেন, এজন্য আপনাদে ছোট একটি সফটওয়ার ডাউনলোড করতে হবে, যার নাম clover সাইজ মাত্র 2.51 এম.বি. ডাউনলোড করে শুদু ইন্সটল করুন ব্যাস কাজ শেষ, কিভাবে হবে তা নিচের স্ক্রীনশর্ট দেখুন।
tag: Clover, Clover free download, computer tab system, how to tab system in computer, কম্পিউটারের ট্যাব সিষ্টম করুন, কিভাবে কম্পিউটারের ট্যাব সিষ্টেম করা যায়?
খুব সুন্দর একটি পোস্ট। আমার খুব উপকার হয়েছে। ধন্যবাদ।