সবাইকে শুভেচ্ছা জানিইয়ে শুরু করছি।আজকে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করবো।আমাদের কিম্পিউটারে হার্ডডিস্কে যথেষ্ট পিরমাণ জায়গা থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায়, হার্ডডিস্কের মেমরি পূণ হয়ে আছে।অপ্রয়জনীয় ফাইল গিয়ে হার্ডডিস্কের ভরিয়ে ফেল।এরকম হলে Folder Option এ গিয়ে Show
hidden files and folders অপশেন টিক দিন এবং Hide protected operating system files
(recommended)অপশন থেকে টিক চিহ্ন তুলে দিন।এবার OK করুন।এখন যে ড্রাইবের জায়গা পূরণ হয়ে আছে,সেখানে গিয়ে দেখুন system volume information নামের একটি ফোলডার আছে।ঐ ফোলডারের সব ফাইল ডিলিট করে দিন।ভুলেও ফোলডারটি ডিলিট করবেন না।এভাবে প্রতিটি ড্রাইভে এই নামের ফোলডার পাবেন এবং ফোলডার খালি করবেন।তাহেলই হা্র্ডডিস্কের জায়গা খালি হবে।
কাজ শেষে হয়ে গেলে Folder Option এ গিয়ে আবার ফাইলগুলো হাইড করে ফেলুন ।
ভুল হলে খমার দৃষ্টিতে দেখবেন
ভাল লাগেল অবশ্যই জানাবেন……আর সবসময় ভালো থাকেবন……
…………………………………….ধন্যবাদ…………………………………………….
Good tips, thanks vi share korar jonnö, aro asa kore ai rokom tips apnar kas thake
😛 😀 :*
nice post
nicepost
হ্যাঁ
ধন্যবাদ