ত্রয়ী গীতিকবিতা ।। শফিকুল ইসলাম
গীতিকবিতা-(০১) সেদিনের সেই তুমি কত বদলে গেছ আমার পৃথিবী আজও তেমনি আছে, যেমন দেখেছ॥ কোথায় সেই সুর, সেই গান প্রাণে প্রাণে এত মান অভিমান, মনে হয় যেন তুমি আজ সবই ভুলে গেছ॥ সেইসব দিন আজও আমায় আকুল করে ডাকে, যেতে যেতে পথে এখনও আমি দাড়াই থমকে॥ আজ ও আমি যে গানে গানে স্মরণ করি দিনগুলি […]