আসসালামু আলাকুম , আশা করি ভালই আছেন। আমরা যারা নকিয়া সিম্বিয়ান সেট ব্যবহার করি, তারা যে কোন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সেট আপ দিতে গেলে ইরর মেসেজ expired বা অন্যানা ইরর মেসেজ। এর ফলে আমাদের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সেট আপ দিতে মহা জামেলা পোহাতে হয়।

Hack-Symbian-Belle এই মেসেজ দেওয়ার অনেক কারন আছে, আজ আর তা আলোচনা করব না। কিভাবে নোকিয়া সিম্বিয়ান সেটকে হ্যাক করে যেকোন সফটওয়্যার সেট আপ  খুব সহজেই দেওয়া যায়, চলুন , আজ আমরা তা দেখি …

১. এ জন্য ২ টা অ্যাপ্লিকেশন  আপনার মোবাইল এ সেট আপ দিতে হবে। একটা হল  Norton antivirus এবং আর একটা হল Rompatcher plus .

 

২. এই ২ টা অ্যাপ্লিকেশন   এখান থেকে ডাউনলোড করুন http://geo4pak.wapka.mobi/site_57.xhtml

 

৩. এই লিংক থেকে symbian hack 1 এবং  symbian hack 2 এই ২ টি অ্যাপ্লিকেশন  ডাউনলোড করুন।  symbian hack 1 হচ্ছে Norton antivirus এবং symbian hack 2 হচ্ছে  Rompatcher plus । ভয়ের কারন নাই । ২ টাই ইন্সটল করুন । সেট মেমোরি বা যেখানে খুশী ইন্সটল করুন । এখন Norton অ্যাপস টি চালু করুন এবং

norton> go to option>antivirus>quarentine list বের করে এবার ক্লিক করুন  option>restore all ।

এবার নরটন এন্টিভাইরাস ক্লোজ করে uninstall করে Rompatcher plus চালু করুন এবং এখানে যান … 

option>select all patches

এবং apply it সিলেক্ট করুন

এখন back করে সিলেক্ট করুন add to auto.

এবার আপনার সিম্বিয়ান সেট হ্যাক হয়ে গেছে।

এখন আশা করি আপনি সহজেই আগের থেকে অনেক বেশী সফটওয়্যার  সেট আপ দিতে পারবেন আরও অতি সহজে

ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…

ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই ভাল থাকবেন।