বিসমিল্লাহির রাহমানির রাহিম । এটা পিসি হেল্প সেন্টারবিডি তে লেখা আমার প্রথম পোষ্ট । সকলকে নতুন বছর (২০১৪ সাল) এ স্বাগত জানিয়ে শুরু করছি আমার প্রথম পোষ্ট ।

ম্যাসে থাকি বেশ কিছু দিন হল, মাস শেষে ম্যাসের হিসেবটা মোটামুটি ঝামেলার ব্যাপার । তাই ম্যাস মেম্বারদের ঝামেলা কিছুটা সহজ করতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা এই  “ম্যাস ক্যালকুলেটর”  টি ।

ম্যাসের জন্য আমি কোথাও কোন ফাইল খুজে পাইনি, পেলেও তা থেকে খুব একটা উপকার পাইনি । তাই এক্সেল এর মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা ছোটখাটো সফটওয়্যার উপহার দিতে । আশা করি আপনাদের এই সফটওয়্যারটি ভালো লাগবে ।

এখানে আপনারা মাসের শুরুর প্রাথমিক কাজটা সেরে ফেলবেন, অর্থাৎ কে কোন রুমে সেই রুমের ভাড়া, বুয়া বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল , মাসের প্রথমে দেয়া সকলের মাথাপিছু টাকার পরিমান ইত্যাদি । বিস্তারিত ফাইল খুললে বুঝতে পারবেন ।

1

 

উক্ত কাজ শেষ করার পর আসবে বাজারের হিসেব তার জন্য নিচের শীটটি ।

2

 

বাজারের হিসেব উঠানোর পর আপনাদের উঠাতে হবে মাথাপিছু প্রতিদিনের মিল ।

3

মিল উঠানোর পর সামারি শীটে সকল একটিভ সদস্যের একটা সামারি দেখা যাবে ।

সব কিছু ঠিক মত করতে পারলেই এই সামারি শীটে সঠিক ডাটা প্রদর্শিত হবে ।

4

 

এর পর দেয়া হয়েছে সাহায্য শীট । আপনারা কোন কিছু না বুঝলে “Help” শীট থেকে সাহায্য নিতে পারেন ।

5

এ ছাড়াও এই সফটওয়্যার সংক্রান্ত যে কোন ধরনের সাহায্যের জন্য কমেন্ট করুন । অথবা ঘুরে আসুন

এই সফটওয়্যারটি যদি কারো উপকারে আসে তবেই আমার কষ্টটা সার্থক হবে বলে আমি মনে করি । কেউ যদি এটি ব্যাবহার করেন তবে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন । আপনাদের উৎসাহ আমাদের নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায় ।

এই ক্যালকুলেটরে আমি চেষ্টা করেছি মোটামুটি সহজ ভাবে সব হিসেব করতে, তার পরেও অনেক ভূল থাকতে পারে, কোন রকম ভূল পেলে দয়া করে কমেন্টে জানাবেন ।

ডাউনলোডের জন্য ক্লিক করুন

 

ফেইসবুকে আমি