বিসমিল্লাহির রাহমানির রাহিম । এটা পিসি হেল্প সেন্টারবিডি তে লেখা আমার প্রথম পোষ্ট । সকলকে নতুন বছর (২০১৪ সাল) এ স্বাগত জানিয়ে শুরু করছি আমার প্রথম পোষ্ট ।
ম্যাসে থাকি বেশ কিছু দিন হল, মাস শেষে ম্যাসের হিসেবটা মোটামুটি ঝামেলার ব্যাপার । তাই ম্যাস মেম্বারদের ঝামেলা কিছুটা সহজ করতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা এই “ম্যাস ক্যালকুলেটর” টি ।
ম্যাসের জন্য আমি কোথাও কোন ফাইল খুজে পাইনি, পেলেও তা থেকে খুব একটা উপকার পাইনি । তাই এক্সেল এর মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা ছোটখাটো সফটওয়্যার উপহার দিতে । আশা করি আপনাদের এই সফটওয়্যারটি ভালো লাগবে ।
এখানে আপনারা মাসের শুরুর প্রাথমিক কাজটা সেরে ফেলবেন, অর্থাৎ কে কোন রুমে সেই রুমের ভাড়া, বুয়া বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল , মাসের প্রথমে দেয়া সকলের মাথাপিছু টাকার পরিমান ইত্যাদি । বিস্তারিত ফাইল খুললে বুঝতে পারবেন ।
উক্ত কাজ শেষ করার পর আসবে বাজারের হিসেব তার জন্য নিচের শীটটি ।
বাজারের হিসেব উঠানোর পর আপনাদের উঠাতে হবে মাথাপিছু প্রতিদিনের মিল ।
মিল উঠানোর পর সামারি শীটে সকল একটিভ সদস্যের একটা সামারি দেখা যাবে ।
সব কিছু ঠিক মত করতে পারলেই এই সামারি শীটে সঠিক ডাটা প্রদর্শিত হবে ।
এর পর দেয়া হয়েছে সাহায্য শীট । আপনারা কোন কিছু না বুঝলে “Help” শীট থেকে সাহায্য নিতে পারেন ।
এ ছাড়াও এই সফটওয়্যার সংক্রান্ত যে কোন ধরনের সাহায্যের জন্য কমেন্ট করুন । অথবা ঘুরে আসুন
এই সফটওয়্যারটি যদি কারো উপকারে আসে তবেই আমার কষ্টটা সার্থক হবে বলে আমি মনে করি । কেউ যদি এটি ব্যাবহার করেন তবে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন । আপনাদের উৎসাহ আমাদের নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায় ।
এই ক্যালকুলেটরে আমি চেষ্টা করেছি মোটামুটি সহজ ভাবে সব হিসেব করতে, তার পরেও অনেক ভূল থাকতে পারে, কোন রকম ভূল পেলে দয়া করে কমেন্টে জানাবেন ।
হুম অসাধারণ টিপস, এবং যারা ব্যাসেলার আছে তাদের কাজে লাগবে বলে আশা করি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং আপনার প্রথম পোষ্ট হিসেবে আরো বেশি ধন্যবাদ। এই ভাবে গুরুত্ব পূর্ণ পোষ্ট আপনার কাছ থেকে আমরা আরো আশা করি। 😀
good idea……….. tnk