IDM
IDM

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভাল আছি, আমি আজ শেয়ার করতেছি যেটি নিয়ে সর্বক্ষণ চলছে প্রতিযোগিতা সবাই চায় লেটেষ্ট ভার্সন ব্যবহার করতে তাও আবার সিরিয়াল কী সহ, তাই আমিও আজ আপনাদের জন্য নিয়ে এলাম বর্তমানের লেটেষ্ট ভার্সন এবং সাথে ক্রাক। তাহলে কি ভাবে এটাকে ক্রাক করবেন? তা বলে দেই।

ডাউনলোড করুন এখানে থেকে

download_button
আইডিএম

প্রথমে সফটওয়ারটি ইস্টল করুন।

সম্পূর্ণ ইস্টল হয়েগেলে দেখুন আপনার কম্পিউটারের স্টার্ট আপে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের একটি আইকন এসেছে সেখানে আইকনটির উপরে রাইট ক্লিক করুন এবং exit নামের লেখাটির উপরে ক্লিক করুন।

ব্যস আপনার আইডিএম বর্তমানে বন্ধ হয়ে গেছে। এবার

এবার আপনার crack নামের ফোল্ডার টি ওপেন করুন, তাতে আপনি আইডিএম নামে একটি ফাইল পাবেন সেই  ক্রাক ফাইলটি কপি করে এখানে যান c:/programme files/internet download manager ফোল্ডারে পেষ্ট করুন তাহলেই আপনার কাজ হয়ে যাবে। এবার পিসি রি-স্টার্ট দিন অথবা Start> All Programs >internet download manager> internet download manager ক্লিক করুন তাহলেই আইডিএমটি ওপেন হয়ে যাবে। ব্যস এখন থেকে আজীবন ব্যবহার করুন।