- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন:এসইও ও সার্চইঞ্জিন কি?(চেইন টিউন) [পর্ব ১]
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন:কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে?(চেইন টিউন) [পর্ব ২]
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন:সার্চইঞ্জিন রেজাল্ট পেজ কি?(চেইন টিউন) [পর্ব ৩]
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন:এসইও কেনো গুরুত্বপূর্ণ?(চেইন টিউন) [পর্ব ৪]
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন:এসইও এর কিছু গুরুত্বপূর্ণ শব্দ(চেইন টিউন) [পর্ব ৫]
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন:এসইও এর প্রকারভেদ(চেইন টিউন) [পর্ব ৬]
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন:এসইও শুরু করার আগে জেনে নিন(চেইন টিউন) [পর্ব ৭]
সম্মানিত ভিসিটর আমি তারেক মাহমুদ আজকে আপনাদের কে কিছু জিনিস নিয়ে আলোচনা করবো তাহলো এসইও এর প্রকারভেদ। এসইও শুরু করার আগে এসইও এর প্রকারভেদ জানা উচিত আর আপনি যদি এসইও এর প্রকারভেদ না জানেন তাহলে এসইও করতে পারবেন না অথবা সঠিক এসইও করতে পারবেন না। তাই আমি আজকে আপনাদের কে এসইও এর প্রকারভেদ নিয়ে আলোচনা শুরু করবো।চলুন শুরু করা যাক।
সার্চে কিভাবে আসতে চান সেটার ধরনের উপর ভিত্তি করে
১.অরগানিক এসইও বা ফ্রী প্রসেস = স্বাভাবিক এবং সময় সাপেক্ষ কিন্ত লং লাস্টিং।
২.পেইড বা অর্থ খরচ করে এসইও = যতদিন পেমেন্ট ততদিন পেইড সার্চে জায়গা।
করার উপায় বা পন্থার উপর ভিত্তি করে
১.হোয়াইট হ্যাট এসইও = এসইও এর সঠিক পদ্ধতির প্রয়োগে যে এসইও দীর্ঘস্থায়ী এসইও এটি।
২.ব্ল্যাক হ্যাট এসইও = বিভিন্ন নিষিদ্ধ পদ্ধতিতে সার্চইঞ্জিকে সফটয়্যার বা অন্যান্য মাধ্যমে বোকা বানিয়ে রেজাল্টে আসা,এটি ওয়েবসাইটের জন্য অত্যন্ত ক্ষতিকর ও ক্ষণস্থায়ী পদ্ধতি।
এছাড়া অনেকই OnPage ও OffPage এসইওর কথা শুনে থাকবেন এই দুটি হচ্ছে এসই করার ধাপ বা পর্যায়।এটিকে আসলে এসইওর প্রকারভেদ বলা চলে না।
সম্মানিত ভিসিটর এসইও এর প্রকারভেদ নিয়ে আমি একটি ভিডিও টিটোরিয়াল বানিয়েছি আশা করি ভিডিও টি দেখবেন ভিডিও