এটি 7 পর্বের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক টিউনের 1 পর্ব

সম্মানিত ভিসিটর আজকের টিউন করার আগে আপানাকে সালাম দিয়ে শুরু করলাম “আসলামু আলাইকুম”। আশাকরি ভালো আছেন। আমি তারেক মাহমুদ আপনাদের জন্য নিয়ে আসলাম এসইও এর পরিপূর্ণ টিউটোরিয়াল যারা নিজেদের সাইটে এসইও করতে চান তারা আমার টিউটোরিয়াল গুলো দেখে খুব সহজে করতে পারেন। তাছাড়া আপনারা যারা বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে চান তারাও আমার টিউটোরিয়াল দেখতে পারেন। এছাড়াও যে কেউ আমার টিউটোরিয়াল দেখে এসইও শিখতে পারবেন এবং  তার ওয়েবসাইট এসইও করতে পারবেন।জি ভাই অনেকতো বকবক করালাম এবার কাজের কথায় আসি নিচের লেখা গুলো পড়ুন।

এসইও কি?

গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে আপনার ওয়েবসাইট/ব্লগ এর যে লেনদেন সেটাই এক কথায় এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

সার্চ ইঞ্জিন কি?

সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের অনলাইন মেশিন যেটি আপনাকে বিভিন্ন তথ্য মুহূর্তের মধ্যে পুরো ইন্টারনেট ঘেটে বের করে দিতে সক্ষম।এটি হয়ে থাকে এক সেকেন্ডেরও কয়েকশ গুন কম সময়ের মধ্যে।

কয়েকটি সুপরিচিত সার্চ ইঞ্জিন সমূহঃ

  • ১.গুগল.কম-www.google.com
  • .ইয়াহু.কম-www.yahoo.com
  • ৩.বিং.কম-www.bing.com
  • ৪.আস্ক.কম-www.ask.com

এছাড়াও পুরো বিশ্বে আরো জানা অজানা কয়েক হাজার সার্চ ইঞ্জিন রয়েছে।

এদের মধ্যে মোস্ট পাওয়ারফুল এবং সর্বাধিক ব্যবহ্রত সার্চ ইঞ্জিন হচ্ছে –গুগল.কম

লেখা থেকে যদি ঠিক মতো বুজতে না পারেন তাহলে আমার ভিডিও টিউটোরিয়াল টি দেখতে পারেন:

Series Navigationসার্চ ইঞ্জিন অপটিমাইজেশন:কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে?(চেইন টিউন) [পর্ব ২] >>