আপনি যদি চান আপনার পিসি চলাকালীন অবস্থায় কম্পিউটারের মাউস ও কিবোর্ড লক করে রাখবেন তাহলে খুব ছোট একটি সফটওয়্যার দিয়ে এই কাজটি করতে পারবেন। যদিও সিকিউরিটির জন্য কম্পিউটারে পাসওয়ার্ড দিয়ে রাখা যেতে পারে। তবে অনেক সময় এমন দরকার পড়ে যেতে পারে যে, আপনি চাচ্ছেন কম্পিউটার ওপেন রেখেই কেউ যেন আপনার কম্পিউটারে কাজ করতে না পারে। সেক্ষেত্রে এই সফটওয়্যারটি বেশ কাজে আসবে। এবার সফটওয়্যারটি সম্পর্কে সংক্ষেপে একটু বলে দেই। সফটওয়্যারটির নাম Kid-Key-Lock, সাইজ মাত্র ৭৩৪ কে.বি। এটি ব্যবহারে কোন সিরিয়াল নাম্বারের দরকার হবেনা। কারণ এটি ফ্রিওয়্যার একটি সফটওয়্যার। এর সাহায্যে আপনি সম্পূর্ণ মাউস মানে মাউসের বাম, ডান বাটন এবং মাঝখানের হুইলটি লক করতে পারবেন। তাছাড়া কিবোর্ড তো থাকছেই। আর সবচেয়ে মজার ব্যাপার হল, লক করার পর মাউস এবং কিবোর্ড দিয়ে আপনি কিছুই করতে পারবেন না কিন্তু শুধুমাত্র সফটওয়্যারটি আনলক করতে আপনার যে পাসওয়ার্ডটি দেয়া থাকবে সেটা কিবোর্ড থেকে টাইপ করে এন্টার দিলে কাজ হবে। প্রথমে এই লিংকে গিয়ে Kid-Key-Lock সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। তারপর আপনার কম্পিউটারে সেটাপ দিয়ে স্ক্রিনের ডান পাশে নিচে টাস্কবার থেকে সফটওয়্যারটির যাবতীয় সেটিংস আপনার পছন্দমত পরিবর্তন করে নিন। কি কি লক করতে চান সেগুলোতে টিক দিয়ে দিন আর পাসওয়ার্ড আপনার পছন্দমত পরিবর্তন করে নিতে পারেন। এবং সেটিংস এর মধ্যে একেবারে নীচে পাসওয়ার্ড শো করবে কিনা তার একটা অপশন পাবেন যেটাতে অটোমেটিক টিক দেয়া থাকে আপনি যদি চান পাসওয়ার্ড শো করবে না তাহলে টিক তুলে দিয়ে OK করুন। সফটওয়্যারটি ব্যবহার করে ভাল লাগলে বা উপকৃত হলে কমেন্ট করতে কার্পন্য করবেন না কিন্তু।
কম্পিউটারের মাউস ও কিবোর্ড লক করুন
Category:
সিকিউরিটি
চমৎকার পোস্ট
ধন্যবাদ তুষার 🙂
Hum good 🙄 😆
thanks bashar 🙂
🙄
Thanks a lot