Photo-Sizes

পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম

 

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি।

অনেক ভাইয়েরা আছে যারা নতুন ষ্টুডিওতে কাজ শুরু করেছে বা নিজে বাসায় বসে মোটামুটি  নিজের ছবির কাজ করেন কিন্তু কত সাইটের ছবির কোন মাপ দিতে হবে তা জানেন না। যেমন: পাসপোর্ট সাইজের ছবির কত মাপ? ষ্টাম্প সাইজের ছবির কত মাপ? থ্রী আর ছবির কত মাপ? এই মাপ গুলো না জানার কারণে প্রয়োজনীয় সাইজের ছবি প্রিন্ট করতে পারতেছেন না, তারা দেখে নিন। তাহলে কাজ শুরু করিঃ-

Name

Width

Height

Resolution

Stamp

21mm

25mm

300

Passport

38mm/1.6in

48mm/2in

300

3R

3.5in

5in

300

4R

4in

6in

300

5R

5in

7in

300

8R

8in

10in

300

10R

10in

12in

300

10L

10in

15in

300

12R

12in

16in

300

14R

14in

20in

300

20R

20in

24in

300

20L

20in

30in

300

30R

30in

40in

300

কোন প্রয়োজন হলেতো আমি আছি’ই। এবং আমাদের ফেসবুকের গ্রুপতো আছে। সমস্যা হলে জানাবেন হেল্প করার চেষ্টা করব (ইনশাআল্লাহ্)।

তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের সাথে থাকুন।

ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…

ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেসবুকে: পিসি হেল্প সেন্টার

আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)

বর্তমানে ৪৫০ টাকায় টপ লেভেল ডোমেইন দরকার হলে যোগাযোগ করতে পারেন Md Abul Bashar