আমরা আমাদের দৈনন্দিন জীবনে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করে থাকি । কিন্তু আপনি কি জানেন, আপনি চাইলে একটি লিংক শর্টেনার এর মাধ্যমে লিংক শর্ট করে সেই লিংক শেয়ার করে আয় করতে পারেন।
তবে শুধু লিংক শর্ট করে শেয়ার করলেই হবে না, সেই লিংক এ ভিজিটর আসতে হবে।
অর্থাৎ আপনি ফেসবুক/টুইটার বা আপনার ওয়েবসাইটে লিংক শেয়ার করার পর ভিজটররা যখন ঐ লিংক এ ক্লিক করবে তখন একটি একটি এড শো করবে, ঐ এড কমপ্লিট করলেই ভিজিটর মূল লিঙ্ক/আপনার শেয়ার করা নিউজ দেখতে পাবে। তাই যত বেশি ভিজিটর হবে আপনার ইনকাম ও তত বেশি হবে। আর আপনার যদি কোন মুভি বা সওফটওয়ার ডাউনলোড সাইট থাকে তাহলে তো কোন কথাই নেই ।
url shortner
অনলাইনে লিঙ্ক শর্ট করে আয় করার অনেক সাইট আছে তার মধ্যে আপনাদের সাথে আজ ২টি সাইট শেয়ার করব আর এই সাইট দুটি ব্যক্তিগত ভাবে আমি ব্যবহার করি।

সাইট নাম্বার-১ঃ ZAGL

বর্তমানে সাইটটি বেশ জনপ্রিয়, অন্যান্য লিঙ্ক শর্টান সাইটের মত অতিরিক্ত বিরক্তি কর এ্যাড দেখায় না। এছাড়া এরা প্রতি মাসে বড় ধরণের রেফারেল কনটেস্ট আয়োজন করে যা টপ একজনকে প্রদান করা হয়,  প্রাইজ এমাউন্ট প্রায় ৫০০ ডলার।

এই সাইটের পেমেন্ট সিস্টেমও অনেক ভালো, আপনার একাউন্টে মাত্র 0.5 ডলার হলে LTC তে পেমেন্ট নিতে পারবেন। এছাড়া Payment Method হিসেবে Paypal , Bitcoin তো আছেই সাথে নতুন নতুন Payment Method যুক্ত হয়ে। সাইটটি প্রতিদিন পেমেন্ট করছে। পেমেন্ট প্রুফ দেখতে সাইটটি ভিসিট করুন।

ZAGL সাইটে জয়েন করতে এখানে ক্লিক করুন।

সাইট নাম্বার-২ঃ STFLY

লিঙ্ক শর্ট করে আয়করার জন্য STFLY কে পছন্দের প্রধান কারণ হলো সাইটটির Payout Rates অনেক বেশি । তাই অনেক ভালো আয় করতে পারবেন এই সাইট থেকে ।

মাত্র ৫ ডলার হলেই Payeer, PayPal, Paytm, UPI তে Payment নিতে পারবেন , আর মাত্র ১৫ ডলার হলে Tether or USDT (TRC20) তে পেমেন্ট নিতে পারবেন খুব সহজে। এছাড়া Payoneer VIP, Wire Transfer তো আছেই। পেমেন্ট প্রুফ দেখতে সাইটটি ভিসিট করুন।

STFLY সাইটে জয়েন করতে এখানে ক্লিক করুন।