এই লেখাটি শুধুমাত্র নতুনদের জন্য যারা অনেক ভাল কাজ জানেন কিন্তু থিমফরেস্টে কিভাবে সঠিকভাবে একটা বুটস্ট্রাপ টেমপ্লেট সাবমিট করতে হয় তা জানেন না ।
থিমফরেস্টে টেমপ্লেট সাবমিট করার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে আর সেটা হলো কাজের মান। থিমফরেস্ট শুধুমাত্র ভাল মানের কাজগুলো এপ্রুভ করে থাকে। আপনি বলতে পারেন, আমার কাজ যে ভাল মানের তা বুঝবো কিভাবে? একেবারে সহজ!! থিমফরেস্টে সদ্য এপ্রুভ হওয়া টেমপ্লেট গুলি দেখেন তারপর সেগুলোর থেকে শিক্ষা নিয়ে আপনার টেমপ্লেটের ভুলগুলো সংশোধন করেন। আমার কাছে মনে হয় থিমফরেস্ট প্রথমে ডিজাইন দেখে তারপর কোড দেখে তাই খুব মনোযোগ এবং যত্ন সহকারে ডিজাইন এবং পরে কোডিং করতে হবে।
একটা কথা মনে রাখবেন আপনি যদি ভাল মানের কাজ করেন তাহলে আপনার কাজ এপ্রুভ হবেই ইনশাল্লাহ।
তবে একটা কথা মনে রাখবেন মানহিন বা নিন্মমানের কাজদিয়ে মারকেটপ্লেস নষ্ট করবেন না।
একটা টেমপ্লেট সাবমিট করার জন্য যে সব ধাপগুল অনুসরন করতে হবে সেগুল হল:
- ভাল মানের ডিজাইন হতে হবে। ভাল মানের ডিজাইন বলতে বুজানো হয়েছে ক্লিন এবং ইউনিক।
- HTML, CSS এবং JS ফাইল এ ক্লিন এবং ঘোচালো কোডিং হতে হবে।
- প্রয়োজন মত কোডিং এ কমেন্ড ব্যবহার করতে হবে।
- main.js ফাইলে class এবং id কে variable নিয়ে কল করতে হবে।
- Live preview তে ডেমো ইমেজ ব্যবহার করলেও main file এ placeholder ইমেজ ব্যবহার করতে হবে। এই সাইট থেকে placeholder ইমেজ নিতে পারেন https://placehold.it/
- সবসময় PSD থেকে HTML করবেন তা কিন্তু না আপনি সরাসরি ভাল HTML ডিজাইন করে Themeforest এ সাবমিট করতে পারেন।
- আপনার টেমপ্লেটের সাথে অবশ্যয় documentation যুক্ত করে দিতে হবে।
আমি আপনাদের জন্য Themeforest এ কিভাবে একটা বুটস্ট্রাপ টেমপ্লেট সাবমিট করতে হয় তার একটা package তেরি করেছি।
আমি মনে করি এটি আপনাদের কাজ কে আর অনেক সহজ করে দিবে।
package টি ডাউনলোড করে সেই অনুযায়ি আপনাদের টেমপ্লেটটি সাজালে ইনশাল্লাহ আপনাদের মানসম্মত কাজ Themeforest এ এপ্রুভ হবে।
Download Themeforest template package
অসংখ্য ধন্যবাদ ভাই, আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।